More
    Homeসিনে দুনিয়াপাঠান ছবির জন্য শাহরুখের পারিশ্রমিক কত জানেন? শুনে অবাক হবেন।

    পাঠান ছবির জন্য শাহরুখের পারিশ্রমিক কত জানেন? শুনে অবাক হবেন।

    Today Kolkata:- অবশেষে ‘পাঠান’ (Pathan) ছবি দিয়ে রুপোলি পর্দায় ফিরছেন বলি-বাদশা শাহরুখ খান (Shahrukh Khan)। প্রায় তিনবছর পর ইয়াশ রাজ ফিল্মস-এর (Yash Raj Films) ‘পাঠান’ (Pathan) ছবির হাত ধরে ফিরছেন তিনি। যদিও এসআরকের (SRK) ফেরার খবরের থেকেও বড় গুঞ্জন দানা বেঁধেছে কিং খান-এর (King Khan) পারিশ্রমিককে নিয়ে।

    পাঠান’ ছবিটির জন্য শাহরুখ খান কত টাকা পারিশ্রমিক নিচ্ছেন, সেই বিষয়়়ে কোনও ধারণা রয়েছে আপনার? এই ছবির জন্য তাঁর পারিশ্রমিকের অঙ্কটা ১০০ কোটি ছাপিয়ে গিয়েছে। ভারতীয় অভিনেতাদের মধ্যে এই মুহূর্তে শাহরুখই সবচেয়ে বেশি পারিশ্রমিক পাচ্ছেন। পিছনে ফেলে দিয়েছেন আমির খান, সলমন খান, অক্ষয় কুমারদের।

    সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘পাঠান’র শ্যুটিং গত বছর নভেম্বর থেকেই শুরু হয়েছে। অ্যাকশন থ্রিলার পাঠানের টিজার এবং প্রথম গান বেশরম রং (Besharam Rang) ইতিমধ্যেই মুক্তি পেয়েছে। শাহরুখ ছাড়াও এই ছবিতে রয়েছেন দীপিকা পাড়ুকোন, জন আব্রাহম। অতিথিশিল্পী হিসেবে সলমন খানকেও এই ছবিতে দেখা যাবে। মুম্বই ছাড়াও বিদেশের বিভিন্ন জায়গায় এই ছবির শ্যুটিং হওয়ার কথা। এবার অনেকের মনেই প্রশ্ন জাগতে পারে, তাহলে বাকি অভিনেতা অভিনেত্রীরা এই ছবিটির জন্য কত টাকা পারিশ্রমিক নিচ্ছেন ?

    জানা গিয়েছে ছবিটি পরিচালনার জন্য পারিশ্রমিক হিসেবে সিদ্ধার্থ আনন্দ নিচ্ছেন ৬ কোটি টাকা। জন আব্রাহাম নিচ্ছেন ২০ কোটি টাকা। ১৫ কোটি টাকা পারিশ্রমিক নিচ্ছেন দীপিকা পাড়ুকোন। তিনি শাহরুখের বিপরীতে অভিনয় করছেন। তবে সলমন কোনও পারিশ্রমিক নিতে রাজি হননি বলে সূত্রের খবর।

    পাঠান ছবির জন্য শাহরুখের পারিশ্রমিক কত জানেন? শুনে অবাক হবেন।

    MORE NEWS – আবাস যোজনা নিয়ে বড় আপডেট, ১৫ শতাংশ বা তার কম নাম বাদ পড়া গ্রামের তালিকা ফের যাচাই সমীক্ষার।

    আবাস যোজনা নিয়ে এবার নবান্নের তরফে বড়সড় নির্দেশ দেওয়া হল জেলাগুলিকে। নির্দেশে বলা হয়েছে, ১৫% বা তার কম নাম বাদ পড়েছে এমন গ্রামের তালিকা নিয়ে পুনরায় যাচাই সমীক্ষা করতে হবে। এই সমীক্ষা করার সময় সমীক্ষক দলের নিরাপত্তার জন্য সঙ্গে পুলিশ দিতে হবে। এই সমীক্ষার উদ্দেশ্য, গোটা বিষয়টি ভাল করে পরীক্ষা করে দেখা, যাতে কোনওভাবেই অযোগ্য উপভোক্তার নাম তালিকায় ঠাঁই না পায়। এও জানান হয়েছে, এই সমীক্ষা করার সময় যারা বাধা দেবেন, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। ৩১ ডিসেম্বরের মধ্যে এই কাজ শেষ করতে হবে। CONTINUE READING

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments