More
    Homeআন্তর্জাতিকRussia vs Ukraine ইউক্রেন থেকে রাশিয়ার সেনা প্রত্যাহারের দাবি, ভোটদানে নিজেদের বিরত...

    Russia vs Ukraine ইউক্রেন থেকে রাশিয়ার সেনা প্রত্যাহারের দাবি, ভোটদানে নিজেদের বিরত রাখল ভারত এবং চিন।

    Today Kolkata:- ইউক্রেন থেকে রাশিয়ার (Russia) সেনা প্রত্যাহারের দাবি , ভোটদানে নিজেদের বিরত রাখল ভারত এবং চিন। ইউক্রেনের উপর মস্কোর আগ্রাসনের বর্ষপূর্তিতে রাশিয়াকে হামলা বন্ধ করতে এবং তার প্রতিবেশী থেকে সেনা প্রত্যাহার করার জন্য প্রস্তাব পাশ করেছে রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভা। রাষ্ট্রপুঞ্জের ১৪১ সদস্য এই প্রস্তাবের পক্ষে ভোট দেয় এবং ৭ সদস্য এই প্রস্তাবের বিরোধিতা করে।

    রাষ্ট্রপুঞ্জে ভারতের স্থায়ী প্রতিনিধি রুচিরা কম্বোজ (Ruchira Komboj) বলেন, ‘‘ভারত রাষ্ট্রপুঞ্জের সনদের নীতিগুলিকে সমর্থন করে। আমাদের দেশেও আমরা আলোচনা এবং কূটনৈতিক পদ্ধতিতে কোনও সমস্যার সমাধানে বিশ্বাসী। যদিও আমাদের মনে হয় এই প্রস্তাবে দীর্ঘস্থায়ী শান্তি সুরক্ষিত করার যে পন্থার কথা বলা হয়েছে, তাতে বেশ কিছু সীমাবদ্ধতা রয়েছে। সেই কারণেই আমরা ভোটদান থেকে নিজেদের বিরত রাখছি। ইউক্রেনের (Ukraine) পরিস্থিতি নিয়ে ভারত উদ্বিগ্ন। দু’দেশের সংঘাতের কারণে অগুণতি জীবন হারিয়েছে।

    মানুষের জীবনে দুর্ভোগ বেড়েছে এবং লক্ষাধিক মানুষ গৃহহীন। সাধারণ মানুষের উপর হামলা গভীরভাবে উদ্বেগজনক।” ‘‘ভারত রাষ্ট্রপুঞ্জের সনদের নীতিগুলিকে সমর্থন করে। আমাদের দেশেও আমরা আলোচনা এবং কূটনৈতিক পদ্ধতিতে কোনও সমস্যার সমাধানে বিশ্বাসী।“ অন্য দিকে, চিন (Chiana) এই ভোটদান থেকে নিজেদের বিরত রেখে রাশিয়া এবং ইউক্রেনকে (Ukrain) আবার নতুন করে আলোচনা শুরু করে শান্তিপূর্ণ ভাবে সমস্যা সমাধানের আহ্বান জানিয়েছে। চিনের দাবি, রাশিয়া এবং ইউক্রেনের সংঘাতে পরমাণু অস্ত্রের ব্যবহার এক বারেই উচিত নয়।

    Russia vs Ukraine ইউক্রেন থেকে রাশিয়ার সেনা প্রত্যাহারের দাবি, ভোটদানে নিজেদের বিরত রাখল ভারত এবং চিন।

    Bagder Chandan Mandal পরিবারের পাঁচ জনের চাকরির জন্য চন্দন মণ্ডলকে ৪৪ লক্ষ টাকা, দাবি চন্দনের দূর সম্পর্কের আত্মীয়র।

    MORE NEWS – জলপাইগুড়িতে হাতির হামলায় মৃত্যু মাধ্যমিক পরীক্ষার্থীর, গ্রিন ট্রাইবুনালের ব্যবস্থা নিয়ে অভিযোগ মুখ্যমন্ত্রীর।

    জলপাইগুড়িতে হাতির হামলায় মৃত্যু হয় মাধ্যমিক পরীক্ষার্থীর। দলছুট দাঁতাল পিষে দেয় মাধ্যমিক পরীক্ষার্থী কিশোর অর্জুন দাসকে (Arjun Das)। এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন এই মুহূর্তে উত্তরবঙ্গ (North Bengal) সফরে থাকা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মুখ্যমন্ত্রী বলেন , “এটা খুবই দুঃখজনক ঘটনা। আমার মনটা খারাপ হয়ে গিয়েছে।” একই সঙ্গে প্রশ্ন করেছেন গ্রিন ট্রাইবুনালে হাতিদের নিয়ন্ত্রণে কোনও ব্যবস্থা না থাকা নিয়ে। CONTINUE READING

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments