More
    HomeখবরSagardighi সাগরদিঘি কেন্দ্রে বিধানসভা উপনির্বাচন, ৩০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, বুথে দিল্লি থেকে...

    Sagardighi সাগরদিঘি কেন্দ্রে বিধানসভা উপনির্বাচন, ৩০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, বুথে দিল্লি থেকে নজরদারি।

    Today Kolkata:- Sagardighi কড়া নিরাপত্তায় এদিন সাগরদিঘি (Sagardighi) কেন্দ্রে বিধানসভা উপনির্বাচনের (By Election) জন্য ভোটগ্রহণ। বিক্ষিপ্ত কিছু ঘটনা ছেড়ে সকাল থেকেই মোটামুটি শান্তিতেই চলছে ভোটগ্রহণ পর্ব। সাগরদিঘি উপনির্বাচনে প্রতিটি ভোট কেন্দ্রে আধা সামরিক বাহিনী মোতায়েন রয়েছে। ২৪৬ টি ভোটকেন্দ্র রয়েছে।

    সোমবার নির্দিষ্ট সময়মতো সাগরদিঘির প্রতিটি বুথে শুরু হয় ভোটগ্রহণ। ভোট শুরুর মাত্র কিছুক্ষণের মধ্যে হোসেনপুরের ২১০ এবং ২১১ নম্বর বুথে অশান্তির পরিবেশ। কংগ্রেস প্রার্থী (Congress Candidate) বাইরন বিশ্বাস বুথে ঢুকে ভোটারদের প্রভাবিত করেছেন বলেই অভিযোগ। তাঁকে লক্ষ্য করে ‘গো ব্যাক’ স্লোগান দেওয়া হয়। যদিও ভোটারদের প্রভাবিত করার অভিযোগ মানতে নারাজ কংগ্রেস প্রার্থী (Congress Candidate) । তিনি বলেন, “পুলিশ দিয়ে প্রথমে আটকানোর চেষ্টা করেছিল। পারেনি। আর কোনও উপায় নেই। তাই এখন বলছে আমি বুথে ঢুকে ভোটারদের প্রভাবিত করেছি।”

    জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, পোষ্টাল ভোটার সংখ্যা ১৫৩২ জন। যার মধ্যে ৯৪০ জন পুরুষ ও ৫৯২ জন মহিলা রয়েছে। সার্ভিস ভোটার রয়েছেন ২৮৯ জন যার মধ্যে পুরুষ ২৮০ জন, মহিলা ৯ জন বলে জানা গিয়েছে। সাগরদিঘি (Sagardighi) ভোটের জন্য কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। বুথগুলিকে ভাগ করা হয়েছে ২২ টি সেক্টরে। থাকছে ২২ টি কুইক রেসপন্স টিম। প্রত্যেক বুথেই থাকছে ক্যামেরা। হবে ওয়েব কাস্টিং। দিল্লি থেকে বুথে চলবে নজরদারি। নির্বাচনের জন্য ইতিমধ্যেই মোতায়েন হয়েছে ৩০ কোম্পানি সিআরপিএফ।

    Sagardighi সাগরদিঘি কেন্দ্রে বিধানসভা উপনির্বাচন, ৩০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, বুথে দিল্লি থেকে নজরদারি।

    Grievance cell আমজনতার অভিযোগের কতটা নিস্পত্তি ? জানতে ১৫টি দফতরের সচিবদের নিয়ে গ্রিভেন্স সেলের বৈঠকে মুখ্যমন্ত্রী।

    Recruitment corruption ‘’তাঁর ছোট মেয়ে রয়েছে, হৈমন্তী নেই, তাঁর বড় মেয়ে ভালোবেসে বিয়ে করেছিল’’, বিস্ফোরক হৈমন্তীর মা।

    MORE NEWS – আগেই হারিয়েছেন মন্ত্রীত্ব , এবার আর একটি গুরুত্বপূর্ণ পদ থেকে সরলেন পার্থ চট্টোপাধ্যায়।

    শিক্ষক নিয়োগ দুর্নীতিতে আগেই গ্রেপ্তার হন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী তথা তৃণমূলের (Trinamool Congress) প্রাক্তন মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। যদিও গত বছরের বাইশে জুলাই গ্রেফতার হওয়ার পর তাকে সাসপেন্ড করে তৃণমূল কংগ্রেস। কিন্তু মন্ত্রী পদ থেকে বিচ্ছিন্ন হলেও বেহালা পশ্চিমের বিধায়ক পদে এখনো রয়ে গিয়েছেন পার্থ চট্টোপাধ্যায়। CONTINUE READING

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments