More
    HomeখবরSasthya sathi Card গো-মাতাকে আলিঙ্গনের সময়ে যদি গুঁতিয়ে দেয়! আশঙ্কা প্রকাশ করে...

    Sasthya sathi Card গো-মাতাকে আলিঙ্গনের সময়ে যদি গুঁতিয়ে দেয়! আশঙ্কা প্রকাশ করে মমতার উক্তি “স্বাস্থ্যসাথী আছে তো !”

    Today Kolkata:- Sasthya sathi Card গো-মাতাকে আলিঙ্গনের সময়ে যদি গুঁতিয়ে দেয় ! আশঙ্কা প্রকাশ করে মমতার (Mamata Banerjee) উক্তি “স্বাস্থ্যসাথী আছে তো !” স্বয়ং মুখ্যমন্ত্রী বিষয়টির উত্থাপন করে কেন্দ্রের বিজেপি সরকারের সমালোচনা করেন। সোমবার বিধানসভায় মুখ্যমন্ত্রী তাঁর স্বভাবসিদ্ধ ভঙ্গিতে বলেন, “বলছে ভ্যালেন্টাইনস ডে-তে গরুকে জড়িয়ে ধরতে হবে।” তারপরই এ বিষয়ে উদ্বেগপ্রকাশ করে তিনি প্রশ্ন করেন, “গরু যদি গুঁতিয়ে দেয়, তখন কী হবে ?”

    তবে বিষয়টি কেন্দ্রের (Central Government) কোর্টেই ঠেলতে চেয়েছেন তিনি। মাথাপিছু ১০ লক্ষ টাকার বিমা করে দিলে তিনি গরুকে আলিঙ্গন করবেন বলেও জানান। কেন্দ্রের উদ্দেশে তিনি বলেন, “গরুকে জড়িয়ে ধরার আগে ১০ লক্ষ টাকার বিমা করে দিন। আমরা নিশ্চিত আলিঙ্গন করব।” গরুর পাশাপাশি মোষকে নিয়ে কিছু ভাবার জন্যও কেন্দ্রকে অনুরোধ জানান তিনি।

    সোমবার বিধানসভায় রাজ্যপালের বক্তৃতা নিয়ে আলোচনায় জবাবি ভাষণ দিতে উঠেছিলেন মুখ্যমন্ত্রী (Chief Minister)। সেখানে তিনি নানা বিষয়ে কেন্দ্রীয় সরকারের (Central Government) সমালোচনা করেন। কেন্দ্রীয় এজেন্সির ‘অপব্যবহার’, ‘গা জোয়ারি’ নিয়ে সরব হন তিনি। বিজেপিকে (BJP) কটাক্ষ করে বলেন, “বাংলা সবেতে ১ নম্বরে, আর বিজেপি বিগ জ়িরো।” কিছু দিন আগেই লিখিত বিবৃতি দিয়ে কেন্দ্রের পশুকল্যাণ বোর্ড জানিয়েছিল , প্রেম দিবস অর্থাৎ ভ্যালেন্টাইনস ডে-র দিন গরুকে জড়িয়ে ধরতে হবে। পরে যদিও সমালোচনার মুখে পড়ে এই সিদ্ধান্ত থেকে সরে আসে কেন্দ্রীয় সরকারের (Central Government) অধীনস্থ এই সংস্থা।

    Sasthya sathi Card গো-মাতাকে আলিঙ্গনের সময়ে যদি গুঁতিয়ে দেয়! আশঙ্কা প্রকাশ করে মমতার উক্তি “স্বাস্থ্যসাথী আছে তো !”

    Jaipur মোদী সরকারের যুগান্তকারী পরিবর্তন, দিল্লী থেকে জয়পুর পাঁচ ঘণ্টার পরিবর্তে সাড়ে তিন ঘণ্টায়।

    MORE NEWS – সুকান্তের ‘আনন্দ’ সাক্ষাতের পর রাজ্যপালের প্রধানসচিব পদে অব্যাহতি নন্দিনী চক্রবর্তীকে, জল্পনা তুঙ্গে।

    সি ভি আনন্দ বোসের (C V Ananda Bose) প্রধান সচিব নন্দিনী চক্রবর্তীকে (Nandini Chakraborty) সরিয়ে দেওয়া হচ্ছে বলে রবিবার রাতে আচমকাই খবর ছড়ায়। অসমর্থিত সূত্রে খবর, রাজ‌্যপালের ইচ্ছাতেই তাঁর সচিবকে সরানো হচ্ছে। যদিও রাজ‌্যপাল এখন দিল্লিতে। রাজভবন সূত্রে খবর, সোমবার দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠক হতে পারে আনন্দের। তার আগের রাতেই নন্দিনীকে সরিয়ে দেওয়ার জন্য রাজ্যপাল নবান্নকে জানিয়ে দিয়েছেন। CONTINUE READING

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments