More
    Homeঅনান্যSourav Ganguly বোর্ড থেকে কেন বাদ সৌরভ? মোদীর কাছে আইসিসি-র জন্য আর্জি...

    Sourav Ganguly বোর্ড থেকে কেন বাদ সৌরভ? মোদীর কাছে আইসিসি-র জন্য আর্জি ক্ষুব্ধ মমতার।

    Today Kolkata:- অন্যায়ভাবে সৌরভ গঙ্গোপাধ্যায়কে (Sourav Ganguly)ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট পদ থেকে সরানো হয়েছে। উত্তরবঙ্গে সফরের আগে ‘দাদা’-র পাশে দাঁড়িয়ে এভাবেই গর্জে উঠলেন ‘দিদি’। এর পাশাপাশি সৌরভকে যাতে আইসিসিতে পাঠানো হয়, সে নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে আর্জিও জানান মমতা। বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার সভাপতি পদে সৌরভ গাঙ্গুলীর জায়গায় আনা হয়েছে রজার বিনিকে। উত্তরবঙ্গে সফরের আগে এই নিয়ে সৌরভ গঙ্গোপাধ্যায়ের হয়ে সওয়াল করলেন ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ তিনি বলেন, ‘‘আমি সারা বিশ্বের ক্রিকেট প্রেমীদের পক্ষ থেকে বলব, সৌরভ আমাদের গর্ব৷ সৌরভ দক্ষতার সঙ্গে মাঠেও খেলেছে আবার প্রশাসনেও কাজ করেছে৷ ও বিসিসিআই-এর সভাপতি ছিল৷ আদালত একটা অর্ডার দিয়েছিল, যাতে ওঁকে তিনবছরের টার্ম দেওয়া হয়েছিল। একইসঙ্গে বিসিসিআই সচিব জয় শাহের প্রসঙ্গ টেনে আনেন মমতা। যিনি আবার বিজেপি নেতা তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ছেলে।

    Sourav Ganguly বিনিকে নিয়ে প্ৰথমবার মুখ খুলে যা বললেন সৌরভ।

    মমতা বলেন, ‘আপনারা জানেন, অমিত শাহের ছেলে জয় শাহ কেন জানি না, কী কারণে রয়ে গেলে। সে থাকুক, আমার কোনও যায় আসে না। সেও ছোটো ছেলে। আমি তো বিজেপি নই যে রোজ গালাগালি দেব। ভালো কাজ করলে সমর্থন করব, ভালো কাজ না করলে তখন ধরব।’ ভারতীয় ক্রিকেট বোর্ডের শীর্ষপদ থেকে মহারাজের এভাবে আচমকা বিদায়, অনেকেই একটু হলেও চমকে গিয়েছেন। অনেকেই আন্দাজ করার চেষ্টা করছেন যে ঠিক কোন কারণে সৌরভকে বিসিসিআইয়ের সভাপতির পদ থেকে সরে যেতে হচ্ছে। এই ঘটনায় সরব হয়েছেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়ও। সৌরভের বাদ পড়া নিয়ে প্রশ্ন করেন তিনি৷ তিনি বলেন, ‘‘অমিত বাবুর ছেলে জয় শাহকে দ্বিতীয় মেয়াদের জন্য বিসিসিআই-এর সেক্রেটারি হিসাবে অব্যাহত রাখতে সমর্থন দেওয়া হয়েছে। কিন্তু সৌরভের ক্ষেত্রে তা করা হয়নি। সৌরভকে বাদ দেওয়া হল কী কারণে?

    Sourav Ganguly বোর্ড থেকে কেন বাদ সৌরভ? মোদীর কাছে আইসিসি-র জন্য আর্জি ক্ষুব্ধ মমতার।

    CM Mamata Banerjee সোমবার চার দিনের উত্তরবঙ্গ সফর মুখ্যমন্ত্রীর, যাবেন মালবাজারেও।

    আমি এখনও মনে করি, সৌরভকে যে অন্যায় ভাবে বাদ দেওয়া হয়েছে, সেটা একমাত্র পূরণ হতে পারে, জগমোহমন ডালমিয়াও বিসিসিআই থেকে আইসিসি-তে গিয়েছিলেন, সে ভাবে দেখতে গেলে সৌরভও আইসিসির প্রেসিডেন্ট পদের জন্য লড়তে পারেন৷’’ তবে সৌরভকে আইসিসিতে পাঠানোর জন্য সওয়াল করেছেন মমতা। এদিন তিনি বলেন, ‘আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আন্তরিকভাবে অনুরোধ করব, যাতে আইসিসির চেয়ারম্যানের নির্বাচনে লড়াইয়ের জন্য সৌরভকে অনুমতি দেওয়া হয়। ওর সঙ্গে অবিচার হয়েছে। ওঁর দোষ কী!’ প্রসঙ্গত উল্লেখ্য, ১১ অক্টোবর বিশেষ বৈঠক করে বিসিসিআই৷ ওই বৈঠকের পরেই জানা যায়, বিসিসিআই সভাপতি পদ থেকে বাদ পড়তে চলেছে সৌরভ গঙ্গোপাধ্যায়৷ তার পরিবর্তে আনা হয় প্রাক্তন ক্রিকেটার রজার বিনিকে৷ তারপরেই তোলপাড় শুরু হয় রাজ্য রাজনীতি এমনকী, ক্রিকেট প্রেমীদের মধ্যেও।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments