More
    HomeখবরUnion Office দখলকে কেন্দ্র করে ধুন্ধুমার মালদার রথবাড়ি।

    Union Office দখলকে কেন্দ্র করে ধুন্ধুমার মালদার রথবাড়ি।

    মালদা, ২৭ মে:- ইউনিয়ন অফিস (Union Office) দখলকে কেন্দ্র করে ধুন্ধুমার মালদার রথবাড়ি। শুক্রবার দুপুর বারোটা নাগাদ কংগ্রেসের শ্রমিক সংগঠন ছেড়ে তৃণমূল শ্রমিক সংগঠনে যোগদান করেন প্রায় চার শতাধিক অটোচালক।
    রথবাড়ি এলাকায় মঞ্চ তৈরি করে দলত্যাগী দের হাতে তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা তুলে দেন সংগঠনের জেলা সভাপতি শুভদীপ সান্যাল। তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের যোগ দেওয়ার পর অটো চালকরা কংগ্রেস শ্রমিক সংগঠনের ইউনিয়ন অফিস দখলের চেষ্টা করেন বলে অভিযোগ। অভিযোগ কংগ্রেস শ্রমিক সংগঠনের জেলা সভানেত্রী লক্ষ্মী গুহ ইউনিয়ন অফিসে তালা বন্ধ করে দেন। এরপর উত্তেজনা ছড়ায় এলাকায়। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় ইংরেজবাজার থানার আইসি আশিস দাস এর নেতৃত্বে বিশাল পুলিশবাহিনী। তারা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। কংগ্রেসের শ্রমিক সংগঠনের জেলা সভানেত্রী লক্ষ্মী গুহ বলেন, দীর্ঘদিন ধরে অটো ইউনিয়ন তাদের দখলে রয়েছে।

    তৃণমূল সেই পার্টি অফিস দখল করার চেষ্টা করছিল। এদিন তারা সেই দখল রুখে দেন। তাদের আশঙ্কা রাতের অন্ধকারে পার্টি অফিস দখল হতে পারে। প্রয়োজনে ইউনিয়ন অফিস দখল রাখতে আদালতে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন লক্ষ্মী। তৃণমূল শ্রমিক সংগঠনের জেলা সভাপতি শুভদীপ সান্যাল বলেন, কংগ্রেসের শ্রমিক সংগঠন ছেড়ে ইউনিয়নের সমস্ত অটো চালক সহ অন্যান্যরা তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের যোগদান করেন। তারা মুখ্যমন্ত্রীর নীতি-আদর্শ মেনে দলের কাজ করেন। পার্টি অফিস দখলে তারা বিশ্বাস করেন না। রথবাড়ি এলাকায় বিভিন্ন রুটের অটো চালকরা অনেক কষ্ট করে ওই পার্টি অফিস তৈরি করেছেন। প্রশাসন বিবেচনা করে দেখবে ইউনিয়ন অফিস কার দখলে থাকবে। তবে এদিন ইউনিয়ন অফিস দখল করাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় রথবাড়ি এলাকায়। ইংরেজবাজার থানার পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণ হয়। এলাকায় মোতায়ন করা হয়েছে পুলিশ পিকেট।

    Union Office দখলকে কেন্দ্র করে ধুন্ধুমার মালদার রথবাড়ি।

    MORE NEWS – Kazi Nazrul Islam বিদ্রোহী কবি নজরুল ইসলামের জন্মদিবস পালন বালুরঘাটে।

    বালুরঘাট:- আজ ২৬ শে মে ১১ই জ্যৈষ্ঠ বাঙালির প্রিয় বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের (Kazi Nazrul Islam) জন্ম দিবস। তাই মুখমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশে সারা রাজ্য জুড়ে পালিত হচ্ছে বিদ্রোহী কবির জন্ম দিবস এই দিনটিকে সামনে রেখে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহর এর বালুছায়া সভাগৃহে একটি বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করলদক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসন। CONTINUE READING

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments