More
    HomeখবরUsthee মমতা সরকারের ১১ বছর’বর্ষপূর্তি উপলক্ষে উস্থিতে জন অভিযোগ নিষ্পত্তি করন...

    Usthee মমতা সরকারের ১১ বছর’বর্ষপূর্তি উপলক্ষে উস্থিতে জন অভিযোগ নিষ্পত্তি করন শিবির হয়।

    Today Kolkata:-  দেখতে দেখতে পার হয়ে যাওয়া ১১টা বছর। ২০১১ সালের মে মাসে ৩৪ বছরের বাম অপশাসনের অবসান ঘটিয়ে বাংলার ক্ষমতায় আসেন মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন সরকার৷ ৫ মে সেই সরকারের শপথ নেওয়ার ১১ বছর পূর্ণ হয়েছিল। আর সেদিন থেকেই রাজ্যের জেলায় জেলায় শুরু হয় সেই বর্ষপূর্তির অনুষ্ঠান, যার শুভ সূচনা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই। এদিন রাজ্য সরকারের উন্নয়ন মূলক কাজের ১১বছরে পদার্পণকে সামনে রেখে দক্ষিন ২৪ পরগনা জেলা প্রশাসনের উদ্যোগে মগরাহাট ১নম্বর সমষ্টি উন্নয়ন আধিকারিক করনে উন্নয়নের পথে বাংলা ১১ বছরে পদার্পনে সাধারণ মানুষের সুবিধার্তে জনসংযোগ জন অভিযোগ নিষ্পত্তি করন শিবির হয়। Usthee

    এই অনুষ্ঠানটি সম্পূর্ন সুষ্ঠ ভাবে পরিচালনা করেন জেলা পরিষদ সদস্য মুজিবর রহমান মোল্লা। উপস্থিত ছিলেন নিতেশ ঢালী এ,ডি এম,এল আর সাউথ ২৪ পরগনা, গিয়াস উদ্দিন মোল্লা বিধায়ক মগরাহাট পশ্চিম,রাতুল ঘোষ ডেপুটি ম্যাজিস্ট্রেট ডায়মন্ড হারবার,ফতেমা কাওসার বি ডিও মগরাহাট১ সমষ্টি উন্নয়ন আধিকারিক, মীনুফা বেগম সভাপতি মগরাহাট ব্লক১,মানবেন্দ্র মন্ডল সহ সভাপতি মগরাহাট ব্লক১, মুজিবর রহমান মোল্লা জেলা পরিসদ সদস্য সহ আরও অন্যান্য সকল বিশিষ্ঠ জনেরা।

    Usthee মমতা সরকারের ১১ বছর’বর্ষপূর্তি উপলক্ষে উস্থিতে জন অভিযোগ নিষ্পত্তি করন শিবির হয়।

    MORE NEWS – Avishek Banerjee দলের বিভীষণদের চিহ্নিত করেছি, হলদিয়ার সমাবেশ থেকে কড়া বার্তা অভিষেকের।

    Today Kolkata:- হলদিয়া শ্রমিক সমাবেশে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Avishek Banerjee)। রাজ্যের শিল্পের অভিমুখ বোঝাতে এই সমাবেশ। সেখানে কী বার্তা দেবেন সাংসদ, সেদিকে তাকিয়ে সকলে। কী বার্তা দিলেন অভিষেক? কাল হলদিয়ায় প্রকৃত স্বাধীনতা দিবস পালিত হয়েছে। এই প্রথম দলীয় কর্মীরা বলেছেন, নেতারা শুনেছে। কাল প্রায় ৫০ জন কর্মী বক্তব্য রেখেছেন। সবকথা আমার কাছে এসে পৌঁচেছে। কে কারা আগের দিন বিএমএসের ঝাণ্ডা তুলেছে, আর পরের দিন তৃণমূলে এসেছে, CONTINUE READING

    Chachal Mahanandapur বোমা উদ্ধারের পর দুদিনের মধ‍্যে এলাকায় ডাকাতি।

    Gajol Thana এক বৃদ্ধের পুকুর দখল করে ভরাট করে দেওয়ার অভিযোগ জমি মাফিয়াদের বিরুদ্ধে।

    Malda Puratonbazar এক সবজি বিক্রেতার ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল।

    Bangladesh রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ও আন্তর্জাতিক বাজারে দাম বৃদ্ধির অজুহাতে বাংলাদেশে নিত্যপণ্যের দাম লাগামহীন।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments