More
    Homeপশ্চিমবঙ্গWeather: রাজ্যে উত্তুরে শীতল হাওয়ার প্রবেশ, ১১ জেলায় শৈত্যপ্রবাহের সতর্কতা

    Weather: রাজ্যে উত্তুরে শীতল হাওয়ার প্রবেশ, ১১ জেলায় শৈত্যপ্রবাহের সতর্কতা

    সোমবার ছিল সবথেকে শীতলতম দিন কলকাতায় এবং তার সঙ্গে জেলাগুলিতে। শীত যেন একেবারেই কমতে চাইছেনা , বঙ্গবাসী একেবারে জুবুথুবু হয়ে পড়েছেন ঠান্ডায়। দিল্লির তাপমাত্রা ৩ ডিগ্রিতে নামলেও সেই তালিকায় রয়েছে কিন্তু পুরুলিয়া। তবে আবহাওয়া দপ্তরের সূত্র অনুযায়ী আগামী দিনের তাপমাত্রা একটু বাড়লেও বঙ্গের কয়েকটি জেলায় বইবে শৈত্যপ্রবাহ।

    তাই দক্ষিণবঙ্গের বেশকিছু জেলায় জারি হয়েছে সর্তকতা।

    • কোন কোন জেলায় সতর্কতা ?

    শীতের দাপটে লাদাখে নদীর জল জমে বরফ আবার এই শীতকেই এক দাগ বেশি উপভোগ করে নিচ্ছেন পর্যটকরা। বঙ্গের মানুষ বহুদিন ধরে শীতের অপেক্ষা করছিলেন। সেই শীতের কনকনে দাপট রীতিমতো শুরু হয়ে গেছে। যে ১০ জেলায় শৈত্যপ্রবাহের সর্তকতা জারি হয়েছে সেগুলি হল উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, পূর্ব এবং পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, পুরুলিয়া ,বাঁকুড়া এবং নদীয়া।

    • বৃষ্টিপাত ও তুষারপাতের সম্ভাবনা

    দক্ষিণবঙ্গের শীতের ঝড়ো ব্যাটিং থেকে বাদ যায়নি উত্তরবঙ্গও। উত্তরবঙ্গে সর্তকতা জারি হয়েছে ঘন কুয়াশার। অপরদিকে সিকিম এবং অরুণাচল প্রদেশের পার্বত্য অঞ্চলে গুলিতে তুষারপাত ও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতায় পারদ নেমেছে ১১ ডিগ্রি সেলসিয়াসে। তবে আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে, আগামী কয়েকদিনে এই তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে।

    • কেন এত ঠান্ডা পড়ছে ?

    প্রথমত একেবারেই পশ্চিমী ঝঞ্জা নেই। তাই হিমালয়ের উত্তুরে হাওয়া কোনো বাধা না পেয়ে হুহু করে ঢুকছে বঙ্গে। রাজ্যের উত্তর এবং উত্তর-পশ্চিম দিক থেকে এই শীতলতম হাওয়া প্রবেশ করতে কোন বাধাই পাচ্ছে না। স্বাভাবিকভাবেই কনকনে ঠাণ্ডায় কাঁপছেন বঙ্গবাসী।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments