More
    Homeঅনান্যWorld Bicycle Day আজ বিশ্ব সাইকেল দিবস পালন হল মালদায়।

    World Bicycle Day আজ বিশ্ব সাইকেল দিবস পালন হল মালদায়।

    Today Kolkata:- আজ বিশ্ব সাইকেল দিবস (World Bicycle Day)। একসময় সাইকেল ছিল মানুষের চলাচলের একমাত্র মাধ্যম। বর্তমান যুগে ডিজিটাল এর ব্যবহার বেড়েছে তবুও সাইকেল কে মাধ্যম করে আজও এক প্রান্ত থেকে অন্য প্রান্ত যোগাযোগ করে চলেছে। সাইকেল চালানো এবং পরিবেশ ঠিক রাখতে সাইকেলে চালানোর ভূমিকা কত যে গুরুত্বপূর্ণ তা আবারো বুঝাতে ভারত সরকারের অধীনস্থ যুব ও ক্রীড়া দপ্তর নেহেরু যুব কেন্দ্র ও নমামি গঙ্গা তত্ত্বাবধানে এই দিবস পালিত হল ইংলিশবাজার ব্লকের ইংলিশ বাজার গ্রাম উন্নয়ন সমিতির অফিসে। শতাধিক সাইকেল নিয়ে দীর্ঘ 7 কিলোমিটার পথ অতিক্রম করল এলাকার যুবক-যুবতী বৃন্দ।

    এই সাইকেল দিবসে উপস্থিত ছিলেন নমামি গঙ্গা ডিপিও সুব্রত দাস মহাশয় ইংলিশ বাজার গ্রাম উন্নয়ন সমিতির সম্পাদক নজরুল ইসলাম এবং প্রাক্তন প্রধান শফিকুল হক এবং মাননীয় সদস্য প্রতাপ মন্ডল মহাশয়। এছাড়া আরো অনেকেই। সাইকেল চালিয়ে শরীরকে ফিট রাখতে সকলের কাছে আহ্বান জানানো হয়। বর্তমান যুগে সাইকেল চালানো শরীর এবং পরিবেশের পক্ষে কতটা উপকারী সে বিষয়ে বক্তব্য রাখেন মাননীয় সুব্রত দাস ও নজরুল ইসলাম মহাশয়।

    World Bicycle Day আজ বিশ্ব সাইকেল দিবস পালন হল মালদায়।

    MORE NEWS – উচ্চ মাধ্যমিক স্তরে মাদ্রাসার পরীক্ষায় রাজ্যে শীর্ষস্থান অধিকার করেছে ছাত্র মহম্মদ আলকামা।

    বাবা পেশায় কৃষক। মা বাড়িতেই বিড়ি বাঁধার কাজের সঙ্গে যুক্ত। অভাবের সংসারে এবারে উচ্চ মাধ্যমিক স্তরে মাদ্রাসার পরীক্ষায় রাজ্যে শীর্ষস্থান অধিকার করেছে ছাত্র মহম্মদ আলকামা। মাদ্রাসার পরীক্ষায় রাজ্য সেরা হওয়ার খবরের পর আলকামার বাড়িতে এখন অভিনন্দন ও শুভেচ্ছা জানাতে শিক্ষক, বিভিন্ন সংস্থা থেকে বিশিষ্টজনেরা ভিড় করছেন। মালদার মোথাবাড়ি থানার উত্তর লক্ষ্মীপুরের সুকুরদিটোলা গ্রামের বাসিন্দা আলকামা এবারের পরীক্ষায় ৬০০’র মধ্যে ৫৫৫ নম্বর পেয়ে রাজ্যস্তরে প্রথম স্থান দখল করেছে। এবছর কালিয়াচক থানার দারিয়াপুর, CONTINUE READING

    Locknath Baba Tirodhan Dibas মহা সাড়ম্বরের সহিত পালন হলো উত্তর কৃষ্ণপল্লী এলাকার।

    Madhyamik 2022 মাধ্যমিকে অষ্টম স্থান অধিকার করেছে হাবরা প্রফুল্ল নগর হাই স্কুলের সায়ন দেবনাথ।

    Agra Municipality ভাইস চেয়ারম্যানের নাম আগে থেকে ঘোষণা থাকা সত্ত্বেও হতে পারলো না জয়ন্ত সাউ।

    Madhyamik 2022 মাধ্যমিকে রাজ্যে দ্বিতীয় স্থানে ৬৯২ পেয়ে জায়গায় করে নিলো মালদহের ছাত্রী কৌশিকী।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments