More
    Homeতথ্য প্রযুক্তিনতুন ডিজিটাল আইন নিয়ে দড়ি টানাটানি বন্ধ করতে টুইটার কর্তৃপক্ষকে তলব সংসদীয়...

    নতুন ডিজিটাল আইন নিয়ে দড়ি টানাটানি বন্ধ করতে টুইটার কর্তৃপক্ষকে তলব সংসদীয় স্থায়ী কমিটির

    নতুন ডিজিটাল আইন নিয়ে দড়ি টানাটানি বন্ধ করতে টুইটার কর্তৃপক্ষকে তলব করল প্রযুক্তি বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটি। ১৮ জুনের ওই বৈঠকে বৈদ্যুতিন ও তথ্যপ্রযুক্তি মন্ত্রকের আধিকারিকদেরও উপস্থিত থাকতে বলা হয়েছে। গত ফেব্রুয়ারি মাসেই নয়া ডিজিটাল বিধি জারি করে কেন্দ্র। সোশ্যাল মিডিয়ায় বাক স্বাধীনতার অপপ্রয়োগ আটকাতে একগুচ্ছ নির্দেশিকাও দেওয়া হয়। তার মধ্যে বিতর্কিত কিংবা অপরাধমূলক পোস্টের বাড়বাড়ন্ত বন্ধ করতে তিন ধরনের অফিসার নিয়োগের কথা বলা হয়েছিল। কিন্তু নির্ধারিত সময় পেরিয়ে গেলেও টুইটার কর্তৃপক্ষ শর্তপূরণে কোনও গা করেনি। যার জেরে বাধ্য হয়ে চলতি মাসের গোড়ায় কেন্দ্র চূড়ান্ত চিঠি পাঠায়। এরপর টুইটার দু’জন আধিকারিক নিয়োগ করলেও বিতর্ক থামেনি। তাদের যাবতীয় পদক্ষেপে আসন্তোষ জানিয়ে ফের একবার সতর্ক করে তথ্য ও প্রযুক্তি মন্ত্রক। এই দূরত্ব মেটাতেই এবার দুই পক্ষকে এক মঞ্চে আনার সিদ্ধান্ত নিয়েছে স্থায়ী কমিটি। যার প্রধানের পদে রয়েছেন কংগ্রেস নেতা শশী থারুর। গতকাল ঘোষিত বিবৃতিতে জানানো হয়েছে, ‘সোশ্যাল মিডিয়া সংস্থাগুলির সঙ্গে কথাবার্তা বলা হবে। প্যানেল ডিজিটাল বিধি নিয়ে তাদের মতামত দেবে। পাশাপাশি ‘ম্যানিপুলেটেড মিডিয়া’ বিতর্ক সহ সম্প্রতি নতুন যে সমস্ত বিষয় সামনে এসেছে, তাও তুলে ধরা হবে।’ কমিটির দাবি, ‘বৈঠকে প্রথমে টুইটার তাদের বক্তব্য রাখবে। পরে বৈদ্যুতিন ও প্রযুক্তি মন্ত্রকের প্রতিনিধিরা ডিজিটাল প্লাটফর্মে সাধারণ নাগরিকদের সুরক্ষা, বিশেষ করে নারীসুরক্ষার বিষয়ে বেশ কিছু অভিযোগ তথ্যপ্রমাণ সমেত জমা দেবেন।’

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments