More
    Homeকলকাতালকডাউনের প্রথম দিনেই দ্বিতীয় হুগলি সেতুতে পরিত্যক্ত গাড়ি, নিখোঁজ ব্যবসায়ী! চলছে তদন্ত

    লকডাউনের প্রথম দিনেই দ্বিতীয় হুগলি সেতুতে পরিত্যক্ত গাড়ি, নিখোঁজ ব্যবসায়ী! চলছে তদন্ত

    রবিবার বেলার দিকে হুগলি ব্রিজের ওপর পরিত্যক্ত একটি গাড়িকে কেন্দ্র করে শুরু হয়েছে জল্পনা। চালক নিখোঁজ। পুলিশ জানিয়েছে, গাড়ির চালক কলকাতার একজন ব্যবসায়ী। নাম শোভন বিড়লা। বালিগঞ্জেরই এক অভিজাত এলাকায় তাঁর বাড়ি। জানা গেছে, গাড়ির যন্ত্রাংশের ব্যবসা রয়েছে তাঁর। ব্রিজে গাড়ি দাঁড় করিয়ে রেখে তিনি গঙ্গায় ঝাঁপ দিয়েছেন কিনা তা নিয়ে ধন্দে রয়েছে পুলিশ। জানা গেছে, কিছু দিন আগেই ব্যবসায়ী শোভন ও তাঁর স্ত্রী করোনা আক্রান্ত হয়েছিলেন। শোভনের করোনা রিপোর্ট নেগেটিভ এলেও তিনি পুরো সুস্থ হয়ে ওঠেননি বলেই পরিবার সূত্রে খবর। আজ, রবিবার সকালে কাউকে কিছু না বলেই বাড়ি থেকে বেরিয়ে যান শোভন। বিদ্যাসাগর ট্র্যাফিক গার্ডের এক কর্মী জানান, ওই ব্যবসায়ীকে তিনি এদিন ব্রিজের ওপর উঠতে দেখেন। যদিও পরে আর খুঁজে পাননি। এর পর জানাজানি হলে হুগলি ব্রিজে পড়ে থাকা ফাঁকা গাড়ি থেকে উদ্ধার হয় চালকের নথি। কাগজপত্র থেকেই শোভনের নাম ও পরিচয় জানা যায়। তার পরেই খবর দেওয়া হয় পরিবারে। পুলিশের প্রাথমিক অনুমান, মানসিক অবসাদে ভুগছিলেন শোভন বিড়লা। হয়ত সেকারণেই গঙ্গায় ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন। সেই অনুমানের ভিত্তিতেই এদিন গঙ্গায় তল্লাশি শুরু করেছেন বিপর্যয় মোকাবিলা দফতরের কর্মীরা।
    তবে শোভনের পরিবারের দাবি, তাঁর কোনও মানসিক অবসাদ ছিল না। আত্মহত্যা করার মানুষই নন তিনি, এমনটাই বলছে পরিবার। রাজ্য সরকারের কড়া নজরদারিতে রবিবার সকাল থেকেই পালিত হচ্ছে লকডাউন। বিভিন্ন জায়গায় ব্যারিকেড, নাকা তল্লাশি চলছে। তার মধ্যে ওই ব্যবসায়ী কীভাবে গাড়ি নিয়ে সবার নজর এড়িয়ে সেতুর উপর উঠলেন সেই নিয়েও প্রশ্ন উঠছে।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments