More
    Homeরাজ্যলকডাউনের সিদ্ধান্তের সঙ্গে আজ থেকেই বন্ধ থাকছে তারাপীঠ মন্দিরের দরজা

    লকডাউনের সিদ্ধান্তের সঙ্গে আজ থেকেই বন্ধ থাকছে তারাপীঠ মন্দিরের দরজা

    করোনার জেরে বন্ধ হয়ে গেল তারাপীঠ মন্দিরও। আজ অর্থাত্‍ রবিবার থেকে আগামী ১৫ দিনের জন্য লকডাউনের পথে হেঁটেছে বাংলা। গতকালই নবান্ন থেকে এই ঘোষণা করা হয়েছে। দোকান বাজার পরিবহন সব কিছুর উপরেই জারি হয়েছে নিষেধাজ্ঞা। সরকারি সেই নির্দেশিকাকে মান্যতা দিল তারাপীঠ মন্দির কর্তৃপক্ষ। আজ সকাল থেকেই বন্ধ থাকছে তারাপীঠ মন্দিরের দরজা। আপাতত আগামী ৩০ মে পর্যন্ত তা বন্ধই থাকবে। তবে মন্দিরে দর্শনার্থীদের প্রবেশ নিষিদ্ধ হলেও নিয়ম মেনে দৈনন্দিন পুজো চলবে। মন্দিরের পূজারীরা নিয়মিত পুজো দেবেন। মা’কে ভোগ নিবেদনও করা হবে রোজকার মতোই। তবে দর্শনার্থীদের জন্য তারাপীঠ বন্ধ হয়ে যাওয়ায় মন্দির চত্বর লাগোয়া খুচরো বিক্রেতাদের কপালে হাত পড়েছে। ছোটো বড় বহু ফুলবিক্রেতা থেকে শুরু করে হোটেল লজের মালিক, কিংবা সাধারণ অটো বা টোটো চালকরা বিপদে পড়েছেন। এ প্রসঙ্গে তারাপীঠ মন্দির কমিটির সম্পাদক ধ্রুব চ্যাটার্জী বলেছেন সকলের সুরক্ষার কথা ভেবেই মন্দির বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা। অতিমারী আবহে মন্দির থেকে সংক্রমণ যাতে না ছড়ায় তার জন্যেই সরকারি লকডাউনের সিদ্ধান্তের সঙ্গে সঙ্গে মায়ের মন্দিরও বন্ধ থাকবে।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments