More
    Homeজাতীয়আগামী রবিবার উত্তরপ্রদেশে সম্পূর্ণ লকডাউন ঘোষণা করল যোগী সরকার, মাস্ক বিধি ভঙ্গে...

    আগামী রবিবার উত্তরপ্রদেশে সম্পূর্ণ লকডাউন ঘোষণা করল যোগী সরকার, মাস্ক বিধি ভঙ্গে ১০০০ টাকা জরিমানা

    করোনার বাড়বাড়ন্ত রুখতে বড়সড় পদক্ষেপ উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথ সরকারের। আগামী রবিবার সমগ্র উত্তরপ্রদেশে সম্পূর্ণ লকডাউন ঘোষণা করল উত্তরপ্রদেশ সরকার।

    এছাড়াও কঠোর হয়েছে মাস্ক বিধিও। মাস্ক না পরলে প্রথমবার এক হাজার ও দ্বিতীয়বার এই নিয়ম ভাঙলে ১০ হাজার টাকা জরিমানা দিতে হবে। উত্তরপ্রদেশ প্রশাসনের তরফে জানান হয়েছে সমস্ত বাজার, অফিস, জিম, অডিটোরিয়াম ও সিনেমা হল বন্ধ থাকবে। রবিবার সারা রাজ্যজুড়ে হবে স্যানিটাইজেশনের কাজ। অত্যাবশ্যকীয় পরিষেবাগুলিকে লকডাউনের আওতার বাইরে রাখা হয়েছে আপাতত।

    দেশের মধ্যে করোনা ভাইরাসে আক্রান্ত রাজ্যগুলির মধ্যে উত্তরপ্রদেশও রয়েছে। বৃহস্পতিবার উত্তরপ্রদেশে দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ২২,৪৩৯। ২০২০ তে এই অতিমারী ছড়িয়ে পড়ার পর দৈনিক আক্রান্তের সংখ্যা এটাই ছিল সবচেয়ে বেশি।

    আমেরিকার পর ভারত এখন দ্বিতীয় দেশ যেখানে দৈনিক আক্রান্তের সংখ্যা ২ লক্ষ পেরিয়েছে। বর্তমানে আমেরিকার থেকে ভারতে অনেক বেশি দ্রুত গতিতে ছড়াচ্ছে করোনা ভাইরাস। পরিস্থিতি ক্রমশই ভয়াবহ আকার ধারণ করেছে। গত বছরের থেকে এবারের পরিস্থিতি আরও খারাপ হচ্ছে।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments