More
    Homeজাতীয়আজ থেকে দেশজুড়ে শুরু করোনা টিকার বুস্টার ডোজ, কারা পাবেন? কী কী...

    আজ থেকে দেশজুড়ে শুরু করোনা টিকার বুস্টার ডোজ, কারা পাবেন? কী কী নিয়ম আছে?

    সোমবার ১০ জানুয়ারি থেকে দেশ জুড়ে শুরু হচ্ছে করোনা টিকার প্রিকশন ডোজ বা বুস্টার ডোজ (Precaution Dose)। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Modi) ইতিমধ্যেই এনিয়ে ঘোষণা করেছিলেন যে, জানুয়ারি থেকে করোনা টিকার প্রিকশন ডোজ বা বুস্টার ডোজ দেওয়া শুরু হবে। বিজ্ঞপ্তি জারি করেছে কলকাতা পুরসভাও।

    কারা পাবেন?

    প্রথমসারির করোনাভাইরাস যোদ্ধা, স্বাস্থ্যকর্মী এবং কো-মর্বিডিটি থাকা প্রবীণ নাগরিকরা করোনাভাইরাস টিকার তৃতীয় ডোজ পাবেন।

    প্রবীণ নাগরিকদের কি চিকিৎসকের অনুমতিপত্র লাগবে?

    কেন্দ্র জানিয়েছে, চিকিৎসকের অনুমতিপত্রের প্রয়োজন নেই। তবে তৃতীয় ডোজ নেওয়ার আগে চিকিৎসকের পরামর্শ নেওয়ার কথা বলা হচ্ছে।

    কতদিন পর করোনাভাইরাস টিকার ‘প্রিকশন ডোজ’ বা বুস্টার ডোজ পাবেন?

    করোনা টিকার দ্বিতীয় ডোজ নেওয়ার ৩৯ সপ্তাহ বা ন’মাস সম্পূর্ণ হওয়ার পরই পাওয়া যাবে।

    কোন টিকা পাবেন?

    কোনও ব্যক্তি করোনাভাইরাসের যে টিকার ডোজ নিয়েছেন, প্রিকশন ডোজের ক্ষেত্রেও সেই টিকা দেওয়া হবে। আগে যে টিকা দেওয়া হয়েছে, সেই টিকারই সতর্কতামূলক বা প্রিকশন ডোজ মিলবে। যাঁরা কোভ্যাক্সিন পেয়েছিলেন, তাঁরা কোভ্যাক্সিন পাবেন। যাঁরা প্রথম দু’বার কোভিশিল্ড পেয়েছেন, তাঁরা এবারও পাবেন কোভিশিল্ড।

    কো-উইন পোর্টালে কি রেজিস্ট্রেশন বাধ্যতামূলক?

    প্রিকশন ডোজ পাওয়ার জন্য কো-উইন পোর্টালে রেজিস্ট্রেশন বাধ্যতামূলক নয়। যাঁরা প্রিকশন ডোজ পাওয়ার যোগ্য, তাঁরা টিকাকেন্দ্রে গিয়ে সরাসরি টিকা নিতে পারেন।যাঁরা করোনা টিকার প্রিকশন ডোজ পাওয়ার যোগ্য, তাঁদের নথিভুক্ত ফোন নম্বরে মেসেজ পাঠানো হচ্ছে।

    কী কী নথি লাগবে?

    আগের দু’বার টিকা নেওয়ার সময় যে পরিচয়পত্র নিয়ে গিয়েছিলেন, এবারও সেই পরিচয়পত্র থাকলেই তৃতীয় ডোজ নিতে পারবেন। ভোটার কার্ড, আধার, পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্সের মতো পরিচয়পত্র নিয়ে গেলেই পেয়ে যাবেন তৃতীয় ডোজ।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments