আগামিকাল (৭ জানুয়ারি) থেকে পঞ্চম-দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের জন্য সমস্ত বিদ্যালয় পুনরায় চালু করার কথা ঘোষণা করল পঞ্জাব সরকার। বুধবার রাজ্যের শিক্ষামন্ত্রী বিজয় ইন্দর সিঙ্গলা জানিয়েছেন, অভিভাবকরা ক্রমাগত দাবী করছিলেন পুনরায় বিদ্যালয়গুলি চালু করার জন্য তার পরিপ্রেক্ষিতে পঞ্জাব সরকার সমস্ত সরকারি, আধা-সরকারি ও বেসরকারি বিদ্যালয়গুলিকে পুনরায় চালু করার সিদ্ধান্ত নিয়েছেন।
স্কুল খোলার ক্ষেত্রে যে যে শর্তগুলি আরোপ করা হয়েছে, সেগুলি হল…
১. স্কুল খোলা থাকবে সকাল ১০টা থেকে বেলা ৩টে পর্যন্ত।
২. শুধুমাত্র পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণির পড়ুয়ারা স্কুলে উপস্থিত হতে পারবে।
৩. কোভিড-১৯ মহামারির কারণে যা যা বিধিনিষেধ আছে সেই সমস্ত ধরনের স্বাস্থ্যসুরক্ষা বিধি মেনে চলতে হবে। স্কুলের তরফে সেগুলি নিশ্চিত করতে হবে।
৪. সমস্ত স্কুল পরিচালনমণ্ডলীকে স্কুলে সমস্ত ধরনের সতর্কতা কঠোর ভাবে মেনে চলতে বলা হয়েছে।
৫. শিক্ষা বিভাগ স্কুল প্রধানদের কাছ থেকে মতামত নিয়েছে। বার্ষিক পরীক্ষার আগে তাঁরা পুনরায় খোলার পরামর্শ দেন।শিক্ষামন্ত্রী জানিয়েছেন, প্রধান শিক্ষক এবং অন্যান্যদের সঙ্গে কথা বলেই স্কুল খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যাতে বার্ষিক পরীক্ষার সময় ছাত্রছাত্রীরা অসুবিধার সম্মুখীন না হয়।