More
    Homeপশ্চিমবঙ্গক্যানিংয়ে তৃণমূল নেতাকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, ধারালো অস্ত্রের কোপ

    ক্যানিংয়ে তৃণমূল নেতাকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, ধারালো অস্ত্রের কোপ

    ফের দুষ্কৃতী তাণ্ডবে চাঞ্চল্য ছড়াল ক্যানিংয়ের গোপালপুর গ্রাম পঞ্চায়েতের ধর্মতলা গ্রামে। রবিবার রাতে বাইকে চেপে বাড়ি ফেরার সময় দুষ্কৃতীদের গুলিতে গুরুতর জখম হন তৃণমূল নেতা বাদল নস্কর। তাঁকে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়েছে বলেও অভিযোগ। স্থানীয় সূত্রে খবর, গতকাল রাত ৮টা নাগাদ বাদলবাবু জয়নগর থানা এলাকা দিয়ে বাইকে চেপে বাড়ি ফিরছিলেন। বাড়ির কাছাকাছি আসতেই তাঁর ওপর হামলা চালায় দুষ্কৃতীরা। প্রত্যক্ষদর্শীরা বলছেন, প্রায় ৩০ জনের একটি দল ঘিরে ধরে বাদলবাবুকে। এলোপাথাড়ি গুলি চালাতে থাকে দুষ্কৃতীরা। তৃণমূল নেতার বাড়ির সামনেই বোমাবাজি শুরু করে। গুলি লেগে বাইক থেকে ছিটকে পড়েন বাদলবাবু। পালানোর চেষ্টা করতেই তাঁকে ধরে ফেলে ধারালো অস্ত্র দিয়ে কোপাতে থাকে দুষ্কৃতীরা। চিত্‍কার শুনে এলাকার লোকজন ছুটে এলে তারা পালিয়ে যায়। রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে বারুইপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে কলকাতার চিত্তরঞ্জন হাসপাতালে নিয়ে আসা হয়। তাঁর অবস্থা গুরুতর। বাদল নস্করের পরিবার জানাচ্ছে, এর আগেও দুবার হামলা হয়েছিল তাঁর ওপর। দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। এখনও অবধি কাউকে গ্রেফতার করা যায়নি।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments