Monday, May 29, 2023
HomeUncategorizedটলি অভিনেত্রীর বাড়ীতে আক্রমণ, সন্ত্রস্ত সমগ্র পরিবার!

টলি অভিনেত্রীর বাড়ীতে আক্রমণ, সন্ত্রস্ত সমগ্র পরিবার!

 

সুচরিতা বিশ্বাস নামের এক অভিনেত্রীর বাড়িতে হামলা! ধলুয়া নামক স্থানে এই ঘটনা ঘটে। পুলিশকে বিষয়টি জানানো হয়। ঘটনার জেরে আতঙ্কিত পুরো পরিবার। তারা চায় যারা এই কাজ করেছে তাদের শাস্তি হোক।

 

২০১১ সালে, অভিনেত্রী সুচরিতা বিশ্বাস শ্রীনগরের নরেন্দ্রপুর থানায় বসবাসকারী পিনাকী মজুমদারকে বিয়ে করেন। ২০১৫ সালে তাদের বিবাহবিচ্ছেদ ঘটে। হঠাৎই এমাসের ১০ তারিখে, দাবি করা হয় যে পিনাকী একদল লোককে নিয়ে এসে সুচরিতার বাড়িতে হামলা করে।

 

সুচরিতার পরিবার দাবি করেছে যে ১১ তারিখেও পুনরায় আক্রমণ হয়েছিল, কিছু লোক জোর করে তাদের বাড়িতে ঢুকেছিল এবং অভিনেত্রীর মাকে মারধর করে এবং গয়না চুরি করেছিল বলে অভিযোগ। ঘটনার সময় তিনি উপস্থিত ছিলেন না বলে জানিয়েছেন অভিনেত্রী।

 

মরধর করা হয়ছে নিমাই চন্দ্র বিশ্বাস, অর্থাৎ অভিনেত্রীর বাবকেও। অভিনেত্রীর বাবার কাছ 2 লক্ষ টাকাr দাবি করা হয়, কিন্তু তিনি সেই দাবি নাকচ করায় এই বিপত্তি। যদিও তার সম্মতি ছাড়াই সেই পরিমাণের জন্য একটি চেক লেখানো হয়েছে তাকে দিয়ে। ঘটনাটি ১১ তারিখ রাতে নরেন্দ্রপুর থানায় রিপোর্ট করেন অভিনেত্রী ও তার পরিবার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

- Advertisment -

Recent Comments