More
    Homeজাতীয়টোকিও অলিম্পিক্স থেকে ভারতের প্রথম পদক, রুপো জিতলেন মীরাবাঈ চানু

    টোকিও অলিম্পিক্স থেকে ভারতের প্রথম পদক, রুপো জিতলেন মীরাবাঈ চানু

    ভারতের অন্যতম পদক সম্ভাবনা হিসেবেই বিবেচিত হচ্ছিলেন মীরাবাঈ চানু। ভারোত্তলনে ভারতের একমাত্র প্রতিনিধি ছিলেন তিনিই। টোকিও অলিম্পিক্সে পদকের খাতা খুলতে তাঁর দিকেই তাকিয়ে ছিল সারা দেশ। হতাশ করলেন না চানু। দেশবাসীর প্রত্যাশা পূরণ করে টোকিও অলিম্পিক্স থেকে ভারতকে প্রথম পদক এনে দিলেন তিনি।মহিলাদের ৪৯ কেজি বিভাগে রুপো জিতলেন মীরাবাঈ। স্ন্যাচে প্রথম প্রচেষ্টায় ৮৪ ও দ্বিতীয় প্রচেষ্টায় তিনি ৮৭ কেজি ভরোত্তলন করেন তিনি। তৃতীয় প্রচেষ্টায় ৮৯ কেজির জন্য ঝাঁপিয়েছিলেন। যদিও সফল হননি।

    ক্লিন অ্যান্ড জার্কে প্রথম প্রচেষ্টায় ১১০ ও দ্বিতীয় প্রচেষ্টায় ১১৫ কেজি ভারোত্তল করেন চানু। তৃতীয় প্রচেষ্টায় ১১৭ কেজি তোলার চেষ্টা করেও সফল হননি। সফল হলেও সোনা জয়ের সুযোগ ছিল না। কেননা চিনের ঝিহুই হউ এগিয়ে ছিলেন অনেকটা।

    এই বিভাগে স্ন্যাচ, ক্লিন অ্যান্ড জার্ক এবং সার্বিকভাবে মিলিত পয়েন্ট, সব ক্ষেত্রেই অলিম্পিক রেকর্ড গড়েন চিনের ভারোত্তলক। স্ন্যাচে তিনি ৯৪ কেজি ওজন তোলেন এবং ক্লিন অ্যান্ড জার্কে ১১৬ কেজি। সব মিলিয়ে ২১০ কেজি ভারোত্তলন করে সোনা জেতেন ঝিহুই।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments