একুশের ভোট যত এগিয়ে আসছে জেলায় জেলায় পাল্লা দিয়ে বাড়ছে রাজনৈতিক সংঘর্ষ। শনিবার দুপুর থেকে রাত পর্যন্ত তৃণমূল-বিজেপি সংঘর্ষে দফায় দফায় উত্তেজনা ছড়াল কোচবিহারের সিতাইয়ে। শনিবার বিকেল সাড়ে ৩টে নাগাদ গোসানমারিতে সভায় যোগ দিতে সিতাই থেকে মিছিল করে রওনা দেয় বিজেপির কর্মী সমর্থকরা। কিন্তু, পথে বিজেপির মিছিলে তৃণমূল হামলা চালায় বলে অভিযোগ। গেরুয়া শিবিরের অভিযোগ, জমায়েত করে দাঁড়িয়ে ছিল তৃণমূল। তাদের শান্তিপূর্ণ মিছিলে হমলা চালানো হয়। রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক সায়ন্তন বসুর গাড়িতে হামলা চালানো হয় বলেও অভিযোগ। এরপর রাতে ফের একপ্রস্থ গণ্ডগোল হয়। এবার অভিযোগ ওঠে বিজেপির বিরুদ্ধে। কোচবিহার জেলা পরিষদের এক কর্মাধ্যক্ষ তথা তৃণমূল নেতার গাড়ি ভাঙচুর করা হয় বলে অভিযোগ। শাসকদলের বেশ কয়েকজন কর্মীর বাড়িতেও হামলা চালানো হয়। শুক্রবার তৃণমূল বিজেপি সংঘাতে রণক্ষেত্রের চেহারা নিয়েছিল পশ্চিম বর্ধমানের বারাবনি। ব্যাপক বোমাবাজি ও গোলাগুলি চলে। তারপর একই দিনে উত্তেজনা ছড়াল কোচবিহারে।