Friday, March 24, 2023
Homeরাজনৈতিকদীর্ঘ ২২ বছরের সম্পর্কে ইতি, তৃণমূলের সদস্যপদ থেকে ইস্তফা শুভেন্দু অধিকারীর

দীর্ঘ ২২ বছরের সম্পর্কে ইতি, তৃণমূলের সদস্যপদ থেকে ইস্তফা শুভেন্দু অধিকারীর

মন্ত্রিত্ব, বিধায়ক পদের পর এবার সদস্যপদ থেকেও ইস্তফা দিলেন শুভেন্দু। ২৭ নভেম্বর মন্ত্রিত্ব ছেড়েছিলেন শুভেন্দু। গতকাল, বুধবার তিনি বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়েছেন। আর আজ, বৃহস্পতিবার দল থেকে সরে গেলেন শুভেন্দু অধিকারী। এদিন তিনি তাঁর ইস্তফাপত্র সরাসরি তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে পাঠিয়েছেন।

১৯৯৮ সালে কংগ্রেস ছেড়ে বাবা শিশির অধিকারীর সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের সদ্য গঠন করা তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছিলেন শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার, ১৭ ডিসেম্বর দীর্ঘ এই ২২ বছরের সম্পর্ক শেষ করলেন শুভেন্দু।

তৃণমূলের সদস্যপদ থেকে ইস্তফা চেয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে পাঠানো চিঠিতে শুভেন্দু লেখেছেন, তিনি রাজনৈতিক দল থেকে সদস্যপদ ছাড়লেন। একইসঙ্গে তিনি উল্লেখ করেছেন, এই দলে তিনি দীর্ঘদিন কাজ করতে পেরেছেন, মানুষের উপকার করতে পেরেছেন এবং তিনি তাঁর জীবনের অনেকটা সময় এই দলে কাটিয়েছেন, তার জন্য তিনি ধন্য। তবে দল ছাড়ার কোনও কারণ চিঠিতে উল্লেখ করেননি শুভেন্দু অধিকারী। তিনি অনুরোধ করেছেন যাতে এই পদত্যাগপত্র দ্রুত গৃহীত হয়।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

- Advertisment -

Recent Comments