More
    Homeরাজ্যদু'বছর ধরে বেহাল পানীয় জল ও নিকাশি, সমস্যা না মিটলে ভোট বয়কটের...

    দু’বছর ধরে বেহাল পানীয় জল ও নিকাশি, সমস্যা না মিটলে ভোট বয়কটের হুমকি হাওড়ায়

    জল নিকাশি ও পানীয় জলের সমস্যার সমাধান না হলে এবার আর ভোট দেবেন না কোনা-তেঁতুলতলা এলাকার বাসিন্দারা। এ কথা জানিয়ে মঙ্গলবার পথ অবরোধ করেন তাঁরা। তাঁদের বক্তব্য, দীর্ঘদিন ধরে স্থানীয় জনপ্রতিনিধিদের এই সমস্যার কথা জানাচ্ছেন তাঁরা। কিন্তু লাভ হয়নি কোনও। তাই বাধ্য হয়েই ভোট বয়কটের ডাক দিয়ে রাস্তা অবরোধে সামিল হয়েছেন তাঁরা। বুধবার প্রায় দেড় ঘণ্টা ধরে চলে বেনারস রোড অবরোধ। হাওড়ার কোনা তেঁতুলতলায় বাসিন্দারা দীর্ঘদিন ধরে পানীয় জলের সমস্যার দাবি জানিয়ে আসছেন। নিকাশি ব্যবস্থা না হওয়ার কারণে তারা বহুদিন ধরে অসুবিধার সম্মুখীন হচ্ছেন বলেও অভিযোগ করেছেন তাঁরা। এর আগেও তারা প্রশাসনের কাছে আবেদন করেছিলেন। কিন্তু কোনও লাভ হয়নি। তাঁরা জানান, প্রায় দু বছর ধরে পুর ভোট হয়নি। ফলে পরিষেবা থেকে বঞ্চিত তারা।এরই প্রতিবাদে বুধবার প্রায় দেড়ঘণ্টা ধরে হাওড়া-বেনারস রোড অবরোধ করেন। হাওড়া পুরসভার ৫০ নম্বর ওয়ার্ডের অন্তর্গত তেঁতুলতলা এলাকা।এলাকার বাসিন্দা দিলীপ মণ্ডল জানান, এলাকায় নিকাশির কোনও বন্দোবস্ত নেই। একটু বৃষ্টি হলেই এলাকা জলে ভেসে যায়। পরিশ্রুত পানীয় জল পান না তাঁরা। বারবার বিভিন্ন জায়গায় জানিয়ে কোনও লাভ হয়নি। বাসিন্দারা হুঁশিয়ারি দিয়েছেন, প্রশাসন এক সপ্তাহের মধ্যে কাজ না করলে আরও বৃহত্তর আন্দোলনে নামবেন তাঁরা। সামনেই বিধানসভা ভোট। তার আগে সমস্যার সমাধান না হলে ভোট বয়কটেরও ডাক দিয়েছেন তাঁরা। ব্যস্ত সময়ে দীর্ঘক্ষণ ধরে অবরোধের খবর পেয়ে ছুটে আসে হাওড়া সিটি পুলিশ। সকাল নটা থেকে অবরোধ শুরু হয়েছিল পুলিশ এসে দুপুর সাড়ে বারোটা নাগাদ অবরোধ উঠিয়ে দেয়। ৫০ নম্বর ওয়ার্ডের প্রাক্তন পুরপিতা ত্রিলোকেশ মণ্ডল বলেন, ”যতটা সম্ভব কাজ করা হয়েছে। তবে পুরভোট না হওয়ার ফলে সমস্যা হচ্ছে পরিষেবা দেওয়ার। তবে আমরা থেমে নেই। পুর নিগম চেষ্টা চালিয়ে যাচ্ছে। খুব দ্রুত সমস্যার সমাধান হবে।”

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments