Sunday, September 24, 2023
Homeখবরবঙ্গবাজারের ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সহযোগিতায় এগিয়ে এলেন বাংলাদেশের এই দুই জনপ্রিয় অভিনেত্রী! অগ্নিকাণ্ডে...

বঙ্গবাজারের ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সহযোগিতায় এগিয়ে এলেন বাংলাদেশের এই দুই জনপ্রিয় অভিনেত্রী! অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া কাপড় কিনলেন চড়া দামে

বাংলাদেশের দুই জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিম ও শবনম বুবলি এবার বঙ্গবাজারের ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সহযোগিতায় এগিয়ে এলেন। জানা গিয়েছে, এই দুই অভিনেত্রী বঙ্গবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া কাপড় কিনে স্বেচ্ছাসেবী সংস্থা বিদ্যানন্দের উদ্যোগের সঙ্গে যুক্ত হলেন।

বুবলি তাঁর ফেসবুক পেজে লিখেছেন, ‘বঙ্গবাজারের পুড়ে যাওয়া কিছু কাপড় কিনে নিলাম বিদ্যানন্দের কাছ থেকে। যে টাকা পৌঁছে দেওয়া হচ্ছে ক্ষতিগ্রস্ত বিক্রেতাদের কাছে। সবাইকে অনুরোধ করা হচ্ছে কিছু পুড়ে যাওয়া কাপড় কিনে হলেও ক্ষতিগ্রস্তদের পাশে থাকতে’।

এদিকে মিম ১০০ কাপড়ের দামে একটি জামা কিনেছেন বলে বিদ্যানন্দ জানিয়েছে। একুশে পদকপ্রাপ্ত স্বেচ্ছাসেবী সংগঠনটি তাদের ফেসবুক পেজে লিখেছে, ‘চিত্রনায়িকা মিম আগুনে ঝলসে যাওয়া জামা ১০০ কাপড়ের দামে কিনে নিয়েছেন। তারপর যত্ন নিয়ে জামাটি স্পর্শ করলেন, আর আগুনে ক্ষতিগ্রস্ত হওয়া বঙ্গবাজারের সঙ্গে যুক্ত মানুষদের অনুভব করতে চেয়েছেন। এরপর চেক লিখে বিদ্যানন্দের স্বেচ্ছাসেবীদের কাছে হস্তান্তর করেন’।

এর আগে সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান ১ লাখ টাকায় একটি লুঙ্গি কিনে সামর্থ্যবান সবাইকে বঙ্গবাজারের ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। এরপরই বিদ্যানন্দের এই উদ্যোগের সঙ্গে যুক্ত হলেন বুবলি ও মিম।

প্রসঙ্গত, মঙ্গলবার সকাল ৬ টা ১৫ নাগাদ রাজধানী ঢাকার বঙ্গবাজারে অগ্নিকাণ্ড ঘটে। প্রায় সাড়ে ৬ ঘণ্টা পর ওই আগুন নিয়ন্ত্রণে আসে, তবে পুরোপুরি নয়। কিন্তু তার আগেই আগুনে সবকিছু হারিয়ে
ছয় হাজার ব্যবসায়ী নিঃস্ব হন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

- Advertisment -

Recent Comments