Today Kolkata:- ভারতের তৈরি নাকে দেওয়ার কোভিড টিকা (Covid Vaccinne) এল বাজারে, সাধ্যের মধ্যে দাম, সরকারি কেন্দ্রে আরও সস্তা। টিকার প্রথম টিকা নেওয়ার ২৮ দিন পর নেওয়া যাবে দ্বিতীয় টিকা। দেশের টিকা টাস্ক ফোর্সের প্রধান জানিয়েছিলেন, যাঁরা কোভিড টিকার বুস্টার টিকা নিয়েছিলেন, তাঁদের এই নেজ়াল টিকা দেওয়া যাবে না। ভারত বায়োটেকের (Bhatat BioTech) তরফে জানানো হয়েছে সরকারি কো-উইন অ্যাপে এই টিকা নেওয়ার জন্য নাম নথিভুক্ত করা যাবে। বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডবীয় (Manaukh Mandyabia) এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী জিতেন্দ্র সিংহ (Jitendra Singha) নাক দিয়ে নেওয়ার টিকা ইনকোভ্যাকের সূচনা করেন।

সরকারি হাসপাতাল এবং টিকাকরণ কেন্দ্রে নাক দিয়ে নেওয়ার এই টিকার দাম পড়বে ৩৫০ টাকা। বেসরকারি হাসপাতালে এই কোভিড টিকার দাম পড়বে ৮০০ টাকা। ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের (Washingtan University) সঙ্গে এই টিকা তৈরি করেছে ভারত বায়োটেক। তাদের তত্ত্বাবধানে মানব দেহের (Human Body) উপর এই টিকার পরীক্ষামূলক প্রয়োগ হয়েছে। আর্থিক সহায়তা করেছে ভারত সরকারের (Government Of India) জৈবপ্রযুক্তি বিভাগের কোভিড সুরক্ষা প্রকল্প।
২০২২ সালের ডিসেম্বর মাসে ভারত বায়োটেক সংস্থার এই টিকা ছাড়পত্র পায়। কোভিড সংক্রমণ ঠেকাতে এর দু’টি টিকা নিতে হবে। তার আগে সেন্ট্রাল ড্রাগস স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশনের জরুরি ভিত্তিতে নিয়ন্ত্রিত ভাবে ব্যবহারের জন্য এই নেজ়াল টিকাকে (Nazal Spray) ছাড়পত্র দেয়। ১৮ বছর বা তার বেশি বয়সিদের এই টিকা দেওয়ার অনুমোদন দেওয়া হয়েছিল।
ভারতের তৈরী করোনার ন্যাজাল স্প্রে, বাজারজাত মূল্য সাধ্যের মধ্যেই।
MORE NEWS – অমর্ত্য আদতে নোবেলজয়ী নন, বিশ্বভারতী উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর মন্তব্যে শোরগোল।
জমি-বিতর্কের মধ্যে আবারও নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনকে (Amartya Sen) নিশানা করলেন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের (Bishabharati Bishwavidyalay) উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী। তাঁর দাবি, অমর্ত্য আদতে নোবেলজয়ী নন। অর্থনীতিবিদ নিজেকে ‘নোবেলজয়ী’ বলে দাবি করে থাকেন। যদিও অমর্ত্যের নোবেল পুরস্কার পাওয়া নিয়ে এমন দাবি আজকের নয়। বহু পুরনো। অনেকেই এই দাবিকে ‘বিভ্রান্তিকর এবং অসত্য’ বলে খারিজ করে দিয়েছেন। CONTINUE READING