গতকালই পশ্চিমবঙ্গে ভোটের দিন ঘোষণা করেছে নির্বাচন কমিশন। আর তারপরই খোদ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিধানসভা এলাকায় রোড শো করতে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
মার্চের শুরুতেই অমিত শাহ আবার আসছেন বাংলায়। সূত্রের খবর, এবার শাহের কর্মসূচি থাকবে মূলত কলকাতাতেই। ৩ মার্চ দক্ষিণ কলকাতার রাসবিহারী মোড় থেকে রবীন্দ্রসদন পর্যন্ত রোড শো করবেন তিনি। যাত্রাপথের ব্যপ্তি খুব বেশি নয়। কিন্তু ঘটনা হল, যে এলাকার উপর দিয়ে এই রোড শো হবে, সেই এলাকার একটি বড় অংশই মমতা ব্যানার্জির বিধানসভা কেন্দ্র ভবানীপুরের মধ্যে পড়ে। ২ মার্চ আরও একটি রোড শো হবে উত্তর কলকাতায়। অমিত শাহ কলকাতা থাকাকালীনই আবার মালদায় জনসভা করবেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সেখানেও যেতে পারেন বলে খবর।