Tuesday, May 30, 2023
HomeUncategorizedমিঠায়ের পরিবর্তে আসতে চলেছে ফুলকি, খলনায়িকার ভূমিকায় সৌমিতৃষাকে নিতে চান নির্মাতারা! 

মিঠায়ের পরিবর্তে আসতে চলেছে ফুলকি, খলনায়িকার ভূমিকায় সৌমিতৃষাকে নিতে চান নির্মাতারা! 

 

 

আসছে জি বাংলা প্রোডাকশনের নতুন ধারাবাহিক ফুলকি। সমাপ্তি ঘটছে জনপ্রিয় ধারাবাহিক মিঠাই এর। মিঠাই-এর সেট ভেঙে ফুলকির জন্য সেট তৈরি করা হয়েছে এবং মিঠাই-এর পরিচালক রাজেন্দ্র প্রসাদ দাস তার পরিবর্তে ফুলকি পরিচালনার জন্য তার অবস্থান ছেড়ে দিয়েছেন।

 

মিঠাই সিরিয়ালের প্রধান চরিত্র সৌমিত্রিষা ঘোষণা করেছেন যে অনুষ্ঠানটি শীঘ্রই শেষ হবে। এটি শেষ হওয়ার আগে আরও এক মাস চলবে এবং তারপরে ফুলকি নামে একটি নতুন ধারাবাহিক তার জায়গা নেবে। আসন্ন ফুলকি সিরিজটি হবে বক্সিং নিয়ে, যার প্রধান চরিত্রে অভিনয় করছেন নবাগত অভিনেত্রী দিব্যানী মণ্ডল। গল্পটি একটি মেয়েকে ঘিরে আবর্তিত হয়েছে, যে শারীরিক অক্ষমতা এবং হাঁপানি থাকা সত্ত্বেও বক্সিংয়ে ছেলেদের সাথে লড়াই করে। প্রসঙ্গত দিব্যানী, মডেলিং ইন্ডাস্ট্রির একজন বেশ পরিচিত মুখ।

 

ফুলকি শারীরিক এবং সামাজিক বাধা অতিক্রম করার একটি গল্প বলতে আসছে, গঙ্গারাম খ্যাত অভিষেক বোস ফুলকি সিরিজের প্রধান অভিনেতার চরিত্রে অভিনয় করবেন। পিলু সিরিজের মেঘা দ্যাও কে প্রধান খলনায়িকার ভূমিকায় অফার করা হয়েছে। তবে এটি তার জন্যে প্রথম সিরিজ নয়। প্রসঙ্গত, এখনো পর্যন্ত হ্যাঁ বা না কিছুই নিশ্চিত করেননি মেঘা, চ্যানেল কিংবা প্রযোজনা সংস্থা কাউকেই।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

- Advertisment -

Recent Comments