More
    Homeরাজনৈতিকযাদবপুর বিধানসভা কেন্দ্রের সিপিএম প্রার্থীর পোলিং এজেন্টের চোখে লংকার গুঁড়ো ছিটিয়ে দেওয়ার...

    যাদবপুর বিধানসভা কেন্দ্রের সিপিএম প্রার্থীর পোলিং এজেন্টের চোখে লংকার গুঁড়ো ছিটিয়ে দেওয়ার অভিযোগ, কাটগড়ায় তৃণমূল

    যাদবপুর বিধানসভা কেন্দ্রের রায়পুর ক্লাবের পাশের প্রাথমিক স্কুলের ৩০৭ নম্বর বুথে সংযুক্ত মোর্চা সমর্থিত সিপিএম প্রার্থী সুজন চক্রবর্তীর পোলিং এজেন্টের চোখে লংকার গুঁড়ো ছিটিয়ে দেওয়ার অভিযোগ। অভিযোগের তির তৃণমূলের দিকে। আক্রান্ত এজেন্টের নাম দীপ্তি লাহিড়ী। অভিযোগ যিনি লংকার গুঁড়ো ছিটিয়ে দেন সিপিএম পোলিং এজেন্টের চোখে তাঁর নাম সুভদ্র কুমার। বুথের বাইরে তান্ডব চলে সৌরভ ঘোষের নেতৃত্বে। তিনিও তৃণমূল নেতা বলে সিপিএম-এর তরফে এই অভিযোগ করা হয়েছে।

    খাস কলকাতায় কোনও রাজনৈতিক দলের এজেন্টের চোখে লংকার গুঁড়ো ছিটিয়ে দেওয়া হবে এটা ভাবনার বাইরে। এই ঘটনা সাধারণত গ্রামে ঘটে বলে আমরা এতকাল শুনে এসেছি। কলকাতায় ও ঘটনা শেষ কবে ঘটেছে সেটা স্মরণ করা যাচ্ছে না। প্রশ্ন উঠছে সেনা বাহিনী কি করছে? কলকাতায় শুধু যাদবপুরের রায়পুরের ঘটনায় নয়। কসবা বিধানসভার বিভিন্ন জায়গা থেকে অভিযোগ আসছে শুক্রবার রাতে তৃণমূলের কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের কাছ থেকে তাদের ভোটার কার্ড জোর করে কেড়ে নেওয়া হয়েছে বলে অভিযোগ। সকাল থেকে কসবায় দফায় দফায় তৃণমূলের বিরুদ্ধে আক্রমণের অভিযোগ পাওয়া যাচ্ছে। বিজেপি-র তরফে এই অভিযোগ করা হয়েছে। এমনকি কসবার বিজেপি প্রার্থী ইন্দ্রনীল খানের ওপর তৃণমূলীরা হামলা করেছে বলেও বিজেপি প্রার্থী নিজেই অভিযোগ জানিয়েছেন।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments