Wednesday, June 7, 2023
HomeUncategorizedরাত্রিবেলা নির্ঝর ও মৌ কী করছিল সব বলে দিল বাচ্চা মেয়েটা!

রাত্রিবেলা নির্ঝর ও মৌ কী করছিল সব বলে দিল বাচ্চা মেয়েটা!

 

স্টার জলসার একটি ধারাবাহিক হলো মেয়েবেলা। এই ধারাবাহিকে তুলে ধরা হয়, যে মেয়েরাই মেয়েদের শত্রু হয়। এখানে কি করে একটি মেয়েকে তার অধিকার থেকে বঞ্চিত করা হয় সেটাই দেখানো হচ্ছে।

 

বাচ্চাটা যখন ঘুমিয়ে পড়েছে তখন ডোডো মৌয়ের হাত ধরে মৌকে বলছে সে এবং মৌ সুন্দর বন্ধু। ডোডো বারবার ফিরে আসবে মায়ের কাছে ওদের ঘরে রাখা একটি গাছটির জন্য। গাছটি কতটা বড় হলো ওর কোন অসুবিধা হচ্ছে কিনা অসুখ করেছে কিনা এই ভেবেই। তখন মৌ বলল তুমি কিন্তু কথা দিলে বারবার ফিরে আসবে।

 

পরের দিন সকালে মৌয়ের ননদ এসে বলছে রাত্রিবেলা বাচ্চাটা অন্যকে খুব জ্বালিয়েছে তাই না। তখন বউ বলে একদমই না। বাচ্চাটা বলে ও সুন্দর গল্প শুনেছে তার মামার কাছ থেকে। তখন বাচ্চাটা বলে তার মামা এবং মৌমাছি অনেক গল্প করছিল এই শুনে তোর মা বলে থাক আর তোকে বেশি কিছু বলতে হবেনা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

- Advertisment -

Recent Comments