Tuesday, May 30, 2023
HomeUncategorizedশাহরুখের হাত ধরেই বলিউডে পা রাখলেন গ্রিক রাষ্ট্রদূত! 

শাহরুখের হাত ধরেই বলিউডে পা রাখলেন গ্রিক রাষ্ট্রদূত! 

 

সদ্য ভারতে মার্কিন রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত হন এরিক মাইকেল গার্সেটি। এবং এরই মধ্যে বলিউড অভিষেকের স্বপ্ন দেখে ফেলেছেন তিনি। সম্প্রতি এক সোশ্যাল মিডিয়া পোস্ট থেকে জানা যায় শাহরুখ খানের বাড়িতে গিয়েছিলেন তিনি। এবং সেই পোষ্টের ক্যাপশনে লেখেন, “আমার বলিউডে পা রাখার সময় হল?”

 

চলতি বছরের ১১ই মে ভারতের মার্কিন রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত করা হন এরিককে। এবং তারপর থেকেই বহু বিশিষ্ট মানুষের সঙ্গে দেখা করে চলেছেন তিনি। এবং গত মঙ্গলবারই শাহরুখ খানের সঙ্গে দেখা করার ছবিও শেয়ার করেন তিনি। এবং জানান যে সুপারস্টার শাহরুখ খানের সঙ্গে মান্নাতে দারুন আড্ডা হয়। এবং তার পাশাপাশি মুম্বাই ফিল্ম ইন্ডাস্ট্রি সম্পর্কেও অনেক কিছু জানতে পেরেছেন তিনি।

 

সেই পোস্টে দেখা গেছে শাহরুখের স্ত্রী গৌরী ও তার ম্যানেজার পূজা দদলানি কেও। মার্কিন রাষ্ট্রদূতকে ফটোগ্রাফো দিয়েছেন বলিউড বাদশা এমনটাই জানা যায়। শাহরুখ খানের পর মুকেশ আম্বানির সঙ্গেও দেখা করেছিলেন এরিক। তার সাথে নিতা আম্বানর সংস্কৃতির কেন্দ্র ঘুরে দেখেছেন বলে জানা যায়। যেন গোটা ভারতকেই চটজলদি চিড়ে নিতে চাইছেন মার্কিন রাষ্ট্রদূত।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

- Advertisment -

Recent Comments