Monday, May 29, 2023
HomeUncategorizedশেষের পথে ধারাবাহিক, শেষ পর্যন্ত ভক্তদের দাবি মেনে একসঙ্গে ধরা দিল মিঠাই-সিড!...

শেষের পথে ধারাবাহিক, শেষ পর্যন্ত ভক্তদের দাবি মেনে একসঙ্গে ধরা দিল মিঠাই-সিড! উচ্ছ্বসিত অনুরাগীরা 

 

প্রথম থেকেই দর্শকদের মনে হয়েছিল জি বাংলা র ধারাবাহিক ‘মিঠাই’। একের পর এক গল্পে এসেছে নতুন মোর মিঠাই মারা যাওয়া থেকে শুরু করে মিঠির আগমন। সবকিছুই আপন করে নিয়েছিলেন দর্শকরা। সবশেষে এবার মিঠাই বন্ধ হওয়ার পথে এমনই আভাস দিচ্ছে।

 

আর এই পরিস্থিতিতেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হল সিড ও মিঠাই এর এক মিষ্টি মুহূর্ত। দুজনকে একই মঞ্চে পারফর্ম করতে দেখা গেল, যা দেখে খুবই খুশি অনুরাগীরা। এই জুটিকে বড্ড ভালোবেসে ফেলেছেন দর্শকেরা। তাই অন স্ক্রিন বা অফ ক্রিন এই জুটিকে একসঙ্গে দেখতে খুবই ভালোবাসে দর্শকরা।

 

মাঝে এমনও গুঞ্জন ওঠে যে বাস্তবে সম্পর্ক রয়েছে সিড ও মিঠাই। তবে পরে দুজনেই এটি ভুল তথ্য বলে দাবি করেন। পরবর্তীকালে সিড ও কৌশম্বির সম্পর্কে কথা প্রকাশে আসতেই জল্পনাযর সমাপ্তি ঘটে।

 

অনেকে এও মনে করেন যে অফ স্ক্রিনে হয়তো দুজনের সম্পর্ক ভালো নয়। তাই সোশ্যাল মিডিয়া পোস্টএই আসল সত্যি সামনে আসে। তবে এবার মিঠাই যে ধীরে ধীরে শেষের পথে এগোচ্ছে তা স্পষ্ট।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

- Advertisment -

Recent Comments