Wednesday, June 7, 2023
HomeUncategorizedসম্পর্কের সমীকরণ বদলাচ্ছে মৌ এবং ডোডোর মধ্যে, দুজনে কাছাকাছি আসবে কি? 

সম্পর্কের সমীকরণ বদলাচ্ছে মৌ এবং ডোডোর মধ্যে, দুজনে কাছাকাছি আসবে কি? 

 

স্টার জলসার একটি ধারাবাহিক হলো মেয়েবেলা। এই ধারাবাইকে তুলে ধরা হয়, যে মেয়েরাই মেয়েদের শত্রু হয়। এখানে কি করে একটি মেয়েকে তার অধিকার থেকে বঞ্চিত করা হয় সেটাই দেখানো হচ্ছে।

 

মৌয়ের শ্বশুর বাড়িতে পালন করা হচ্ছে রবীন্দ্রজয়ন্তীর অনুষ্ঠান। সবাই সবার মতন করে নানান ধরনের পারফর্ম করেছে বাড়ির বড় বউ নাচ করেছে কাবুলিওয়ালা নাটক হয়েছে সবাই বেশ খুশি এই অনুষ্ঠানে।

 

আবার এরই মাঝে ঘরে এসে টিকলি আর বড় ননদ দেখে যে ডোরো সবার জন্যই জুঁই ফুলের মালা এনেছে আর একটা সাদা গোলাপ রয়েছে স্পেশাল করে শুধুমাত্র মৌয়ের জন্য। টিকলি তো বললে বলে, ডোডো যে এত রোমান্টিক এটা তো আগে জানা ছিল না

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

- Advertisment -

Recent Comments