More
    Homeজাতীয়স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে লালকেল্লায় আমন্ত্রিত ভারতীয় অলিম্পিক দল, বিশেষ সম্বর্ধনা দেবেন প্রধানমন্ত্রী...

    স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে লালকেল্লায় আমন্ত্রিত ভারতীয় অলিম্পিক দল, বিশেষ সম্বর্ধনা দেবেন প্রধানমন্ত্রী মোদী

    টোকিও অলিম্পিকে ভারতের এখনও পর্যন্ত তিনটে পদক নিশ্চিত হয়েছে। মীরাবাই চানুর রুপো, পিভি সিন্ধুর ব্রোঞ্জ। পাশাপাশি বক্সিংয়ে ভারতের পদক নিশ্চিত করেছে লভলিনা বড়গোহাঁইরা। দেশে ফিরে ভালবাসার বন্যায় ভেসেছেন চানু। প্রিয় খাবার পিজ্জা তাঁর সঙ্গে ভাগ করে খেয়েছেন দেশের আইনমন্ত্রী কিরেন রিজেজু। এদিকে, ভারতীয় পুরুষ এবং মহিলা হকি দল পদক থেকে একটি ম্যাচ দূরে। এই আবহে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে বিশেষ সম্মান পেতে চলেছেন টোকিও অলিম্পিকে পদকজয়ী পিভি সিন্ধু, মীরাবাই চানু, লভলিনা বড়গোহাঁইরা।

    প্রধানমন্ত্রীর দফতর সূত্রে খবর, ১৫ অগস্ট তাঁদের লালকেল্লায় সংবর্ধনা দেবেন নরেন্দ্র মোদী। তবে শুধু পদকজয়ীরা নয়, টোকিয়ো অলিম্পিক্সে অংশ নেওয়া প্রত্যেক ভারতীয় ক্রীড়াবিদকে বিশেষ সম্মান জানানো হবে। দেশের ক্রীড়া এবং ক্রীড়াবিদদের নিয়ে উত্‍সাহ রয়েছে প্রধানমন্ত্রীর। ভারতীয় অলিম্পিক দল টোকিও উড়ে যাওয়ার আগে তাঁদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী।তিনি পিভি সিন্ধুর সঙ্গে আইসক্রিম খাওয়ার প্রতিশ্রুতিও দিয়েছেন। তাই ৭৫তম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে ভারতীয় ক্রীড়াবিদদের সম্বর্ধনা অন্য মাত্রা দেবে।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments