More
    Homeখবরঅফলাইন সেমিস্টার সংক্রান্ত বিবৃতিকে ঘিরে ব্যাপক বিক্ষোভ খড়্গপুরের IIT-তে। পরিস্থিতি সামাল দিতে...

    অফলাইন সেমিস্টার সংক্রান্ত বিবৃতিকে ঘিরে ব্যাপক বিক্ষোভ খড়্গপুরের IIT-তে। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পুলিশবাহিনী।

    Today Kolkata :- করোনাকালে প্রায় দু বছর বন্ধ থাকার পরে পরবর্তী সেমিস্টার অফলাইন করার সিদ্ধান্ত নিয়েছে IIT কর্তৃপক্ষ। এই সিদ্ধান্তকে ঘিরে শুরু হয়েছে ব্যাপক বিশৃঙ্খলা। কলেজে পাঠরত বহু ছাত্র-ছাত্রী যারা করোনাকালে বাড়ি ফিরে গিয়েছিল তারা অফলাইন পরীক্ষা অংশগ্রহণ নিতে পারবে না বলে জানিয়েছিল IIT কর্তৃপক্ষকে। কিন্তু IIT-র তরফ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয় যাদের অফলাইন পরীক্ষা দিতে আপত্তি রয়েছে তাদের ক্যাম্পাস থেকে বিতাড়িত করা হবে। আর এমন সিদ্ধান্ত কে ঘিরেই বিক্ষোভে সামিল হন পড়ুয়ারা। সোমবার দুপুরে IIT-র ডিরেক্টর বোর্ড এবং কাউন্সিল বোর্ডের কর্তাদের ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করে পড়ুয়ারা। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে এসে উপস্থিত হয় টাউন থানার পুলিশ। ছাত্র-ছাত্রীদের দাবি দ্রুত অফলাইন পরীক্ষার যাবতীয় সমস্যা নিয়ে ছাত্র-ছাত্রীদের সাথে বৈঠকে বসতে হবে IIT কর্তৃপক্ষকে।

    অফলাইন সেমিস্টার সংক্রান্ত বিবৃতিকে ঘিরে ব্যাপক বিক্ষোভ খড়্গপুরের IIT-তে। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পুলিশবাহিনী।

    MORE NEWS – বারংবার খড়গপুর শহরে বিজেপির গোষ্ঠী দ্বন্দ্ব প্রকাশ্যে এসেছে সংবাদ শিরনামে।

    Today Kolkata:- বারংবার খড়গপুর শহরে বিজেপির গোষ্ঠী দ্বন্দ্ব প্রকাশ্যে এসেছে সংবাদ শিরনামে। ফের খড়গপুর পৌরভোটে বিজেপির ব্যাপক ভরাডুবির পর ঘুম উড়েছে বিজেপি নেতৃত্বের। সেই রেস কাটতে না কাটতেই দলের সিদ্ধান্ত নিয়ে বিজেপি শীর্ষ নেতৃত্বের উপর সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগড়ে দিলেন খড়গপুর শহরে বিজেপি নেত্রী তৃষা চাকলাদার। তিনি সোস্যাল মিডিয়ায় পোস্ট করেন – ‘বিজেপি যে মন্ডল ও জেলা পদাধিকারীরা কাউন্সিলর টিকিট পেলো তাদের বেশিরভাগের জামানত জব্দ – এবারে উচ্চ নেতৃত্বের কাছে প্রশ্ন কি এমন দেখে এদের টিকিট দিয়ে ছিলেন? কামিনী নাকি কাঞ্চন ? CONTINUE RTEADING

    MORE NEWS – ভোর রাতে হঠাৎ করেই আগুন লেগে ভস্মীভূত হল বেহালা চৌরাস্তা অঞ্চলের একটি বাজারের বেশ কিছু দোকান।

    Today Kolkata :- ভোর রাতে হঠাৎ করেই আগুন লেগে ভস্মীভূত হল বেহালা চৌরাস্তা অঞ্চলের একটি বাজারের বেশ কিছু দোকান। ডায়মন্ড হারবার রোড এবং বীরেন রায় রোড (ইস্ট) এর সংযোগস্থলে বেহালা চৌরাস্তা বাজারের একাংশে আগুন লেগে যায়। আনুমানিক রাত্রি সাড়ে তিনটে নাগাদ আগুন লেগেছে বলে জানা গিয়েছে। বাজারের ঐ অংশে বেশ কিছু অস্থায়ী দোকান ছিল। দ্রুত আগুন ছড়িয়ে পড়ে এবং পরপর থাকা 24টি দোকান একেবারেই পুড়ে ছাই হয়ে যায়। CONTINUE READING

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments