More
    Homeখবরসর্ব ধর্মের মানুষের অংশগ্রহনের মধ্যে দিয়ে পালিত হলো জলপাইগুড়ি কালু সাহেবের ৯৩...

    সর্ব ধর্মের মানুষের অংশগ্রহনের মধ্যে দিয়ে পালিত হলো জলপাইগুড়ি কালু সাহেবের ৯৩ তম তিরোধান দিবস।

    জলপাইগুড়ি:-  জলপাইগুড়ি শহরের চার নম্বর রেল গুমটি লাগোয়া কালু সাহেবের মাজার চেনেন না ধর্ম মত নির্বিশেষে এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল। সোমবার ছিলো সেই কালু সাহেদের ৯৩ তম মৃত্যু দিন। এই উপলক্ষে সকাল থেকেই ধর্মপ্রান মুসলিম সম্প্রদায়ের মানুষের পাশাপাশি অন্যান্য ধর্মের মানুষের ভিড়, সারাদিন ধরে চলছে মাজারে মোমবাতি, ধুপকাঠি জ্বালিয়ে স্রোধা জানানোর পালা, স্থানীয়দের বিশ্বাস কালু সাহেবের মাজারে এসে প্রার্থনা করে কিছু চাইলে তা পূরণ হয়। এই বিশেষ দিনটি প্রসঙ্গে মাজার কমিটির এক কর্মকর্তা পল হাসান প্রধান জানান, শুধু আজকের এই বিশেষ দিনেই নয় প্রতি সপ্তাহের শুক্রবার বহু মানুষ এই মাজারে এসে দোয়া করেন।সর্ব ধর্মের,সর্ব ধর্মের

    সর্ব ধর্মের মানুষের অংশগ্রহনের মধ্যে দিয়ে পালিত হলো জলপাইগুড়ি কালু সাহেবের ৯৩ তম তিরোধান দিবস।

    MORE NEWS – জনগনকে বাঁচাও , দেশ বাঁচাও এই স্লোগানকে সামনে রেখে দেশব্যাপী সাধারণ ধর্মঘট ডাক দিয়েছে কেন্দ্রীয় শ্রমিক সংগঠন সমূহ ও ফেডারেশনগুলি।

    Today Kolkata:- জনগনকে বাঁচাও , দেশ বাঁচাও এই স্লোগানকে সামনে রেখে আগামী ২৮- ২৯ সে মার্চ, দেশব্যাপী সাধারণ ধর্মঘট ডাক দিয়েছে কেন্দ্রীয় শ্রমিক সংগঠন সমূহ ও ফেডারেশনগুলি। এই ধর্মঘটকে সফল করতে পশ্চিম মেদিনীপুর জেলার বিভিন্ন স্থানে মিটিং মিছিল সংগঠিত করে বামফ্রন্ট এর গনসংগঠনগুলি। আজ সবং বাজার থেকে বুড়াল বাজার পর্যন্ত ৯ কিমি ধর্মঘটের সমর্থনে মিছিল বের করে বামফ্রন্ট। মিছিল এ নেতৃত্ব দেন প্রাক্তন মন্ত্রী তথা জেলা সম্পাদক সুসান্ত ঘোষ। মিছিল শেষে বুড়াল বাজারে একটি জনসভা হয়। এই জনসভায় কেন্দ্রীয় সরকারের জনস্বার্থবিরোধী কাজের সমালোচনা করেন সুসান্ত ঘোষ। মেদিনীপুর শহরেও সি পি এম এর জেলা যুব সম্পাদক মন্ডলীর সদস্য সুব্রত চক্রবর্তী এর নেতৃত্বে বিশাল মিছিল সংগঠিত হয়। ধর্মঘটের মূল দাবিগুলো হলো কেন্দ্রীয় শ্রমকোড বাতিল করতে হবে, CONTINUE READING

    MORE NEWS – ভিন রাজ্যে কাজে গিয়ে মৃত্যু হল 4 শ্রমিকের।

    Today Kolkata :- উত্তর 24 পরগনা জেলার অশোকনগর থানার 3 শ্রমিক ও হরিণঘাটা থানা এলাকার 1 শ্রমিকের মৃত্যু হয় কেরালায়। ঘটনার পর থেকে শোকের ছায়া নেমে এসেছে অশোকনগর এলাকায় আশুদি গ্রামে। স্থানীয় সূত্রে জানা যায়, চলতি মাসের 5 তারিখ, অশোকনগর শ্রীকৃষ্ণ পুর পঞ্চায়েতের আসুদি গ্রামের 10 জনের একটি শ্রমিকের দল একটি বেসরকারি কোম্পানির কাজে কেরালায় যায়। CONTINUE READING

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments