More
    Homeখবরঅলচিকি লিপির শ্রষ্টা পন্ডিৎ রঘুনাথ মুরমুর ১১৮ তম জন্মজয়ন্তী উদযাপন করল পথ...

    অলচিকি লিপির শ্রষ্টা পন্ডিৎ রঘুনাথ মুরমুর ১১৮ তম জন্মজয়ন্তী উদযাপন করল পথ মিছিলের মাধ্যমে।

    Today Kolkata:- আজ ছাতনা ব্লকের রামনাথপুরে মারাংবুরু চাচো মার্শাল আশ্রমের কচিকাঁচারা অলচিকি লিপির শ্রষ্টা পন্ডিৎ রঘুনাথ মুরমুর ১১৮ তম জন্মজয়ন্তী উদযাপন করল পথ মিছিলের মাধ্যমে। এই পথ মিছিলে 100 জনের বেশি ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে। সকাল 8টা নাগাদ এই পথ মিছিল শুরু হয় এবং গ্রাম পরিক্রমা করে। আশ্রম এর অন্যতম কর্ণধার বাবুনাথ টুডু কে ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন অলচিকি লিপির স্রষ্টা পন্ডিত রঘুনাথ মুর্মুর জন্ম জয়ন্তী উৎসব পালন করা হয় আশ্রমে এবং গ্রামের অনেক মানুষ এই অনুষ্ঠানে যোগদান করেন।

    অলচিকি লিপির শ্রষ্টা পন্ডিৎ রঘুনাথ মুরমুর ১১৮ তম জন্মজয়ন্তী উদযাপন করল পথ মিছিলের মাধ্যমে।

    MORE NEWS – অঙ্গনওয়াড়ি কেন্দ্রে অনিয়ম ও শিশুদের নিম্নমানের খাবার দেওয়ার অভিযোগ।

    মালদাঃ- অঙ্গনওয়াড়ি কেন্দ্রে অনিয়ম ও শিশুদের নিম্নমানের খাবার দেওয়ার অভিযোগ তুলে বৃহস্পতিবার সকাল দশটা নাগাদ অঙ্গনওয়াড়ি সেন্টারে খালি বাটি ও থালা নিয়ে বিক্ষোভ দেখালেন শিশুর অভিভাবকেরা। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকাল দশটা নাগাদ হরিশ্চন্দ্রপুর-১ নং ব্লকের মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের ভবানীপুর পূর্ব পাড়ায়। অভিযোগ উঠেছে ওই সেন্টারের অঙ্গনওয়াড়ি কর্মী মৌসুমী চৌধুরীর বিরুদ্ধে। যদিও অঙ্গনওয়াড়ি কর্মী তার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন। শিশুর মায়েদের অভিযোগ, অসুস্থতার অজুহাত দেখিয়ে গত চারদিন ধরে ওই কর্মী সেন্টারে আসছেন না। প্রসূতি মা ও শিশুরা সেন্টার থেকে খালি হাতে ঘুরে যাচ্ছে। সরকারি তালিকায় প্রতিদিন ডিম দেওয়ার কথা থাকলেও তা দেয় না বলে অভিযোগ। ডিম চাইতে গেলেই অকথ্য ভাষায় গালিগালাজ ও সেন্টার থেকে তাড়িয়ে দেওয়ার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।  সরকারি তালিকায় তিন দিন ডিম ও খিচুড়ি এবং তিন দিন ভাত ও ডিম দেওয়ার নির্দেশিকা থাকলেও শুধু খিচুড়ি ছাড়া কিছুই দেই না ওই কর্মী। CONTINUE READING

    জমি নিয়ে বিবাদের জেরে এক বৃদ্ধাকে ইট দিয়ে মেরে মাথা থেঁতলে দেওয়ার চেষ্টার অভিযোগ উঠল প্রতিবেশি বিরুদ্ধে।

    লকডাউন মুক্ত খুশির ঈদ উৎসব উপলক্ষে বক খালি তে পর্যটকদের উপচে পড়া ভিড়।

    চিতাবাঘের সাথে একাই লড়াই করে পরিবারের 6 সদস্যের প্রাণ বাঁচালো বাড়ির পোষা সারমেয়।

    পিরানা পির থেকে মেলা দেখে বাড়ি ফেরার পথে পথ দুর্ঘটনায় আহত হলেন তিনজন।

    জুয়ার আসরে বিবাদের জেরে গুলিবিদ্ধ এক ব্যাক্তি।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments