More
    Homeরাজনৈতিকআইএসএফকে ভোট দিলে রেশন ও স্বাস্থ্যসাথী বন্ধ করে দেওয়া হবে, হুঁশিয়ারি তৃণমূল...

    আইএসএফকে ভোট দিলে রেশন ও স্বাস্থ্যসাথী বন্ধ করে দেওয়া হবে, হুঁশিয়ারি তৃণমূল নেতার

    ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট (আইএসএফ) কে ভোট দিলে ভোটের পর রেশন ও স্বাস্থ্যসাথী বন্ধ করে দেওয়া হবে। এবারে এই ভাষায় ভোটারদের হুঁশিয়ারি দেওয়ার অভিযোগ উঠলো এক তৃণমূল নেতার বিরুদ্ধে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগণা জেলার আমডাঙ্গা বিধানসভা এলাকায়। অভিযোগ উঠেছে, এই কেন্দ্রে স্থানীয় তৃণমূল প্রার্থী রফিকার রহমানের হয়ে ভোট প্রচারে গিয়েছিলেন তৃণমূল কংগ্রেস নেতা নুরুল মইন। অভিযোগ, সেখানেই তিনি বলেন, আইএসএফকে ভোট দিলে তৃণমূল সরকার আসার পর রেশন বন্ধ করে দেওয়া হবে।

    এমনকী স্বাস্থ্যসাথী কার্ডের সুবিধাও দেওয়া হবে না। তৃণমূল সরকার গঠন করলে সব রকম সুযোগ সুবিধা কেড়ে নেওয়া হবে বলেও হুমকি দেন তিনি। উল্লেখ্য, ভোটের ময়দানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন, তারা সরকারে এলে জুন মাস পর্যন্ত ফ্রিতে রেশন এবং বাড়ি বাড়ি রেশন পৌঁছে দেওয়া হবে। আর তৃণমূল নেতা নুরুল মইনের এই বক্তব্যের পরেই রাজ্য রাজনীতিতে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে। শুরু হয়ে গিয়েছে নতুন করে বিতর্ক।

    এর আগে তৃণমূল নেতা গৌতম দেবের বিরুদ্ধে ভোটারদের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছিল। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই এবারে প্রকাশ্যভাবে রেশন ও স্বাস্থ্যসাথী কার্ডের পরিষেবা বন্ধ করে দেওয়ার হুমকিতে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। এদিকে রাত পোহালেই রাজ্যে চতুর্থ দফার নির্বাচন। তার আগে তৃণমূল নেতার এই হুমকিতে খানিকটা হলেও অস্বস্তি বেড়েছে তৃণমূলের। এদিকে, আজই সিআরপিএফ নিয়ে মন্তব্যের জেরে মমতা বন্দ্যোপাধ্যায়কে নোটিশ পাঠিয়েছে নির্বাচন কমিশন।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments