More
    Homeরাজনৈতিককোচবিহারের শীতলকুচিতে গুলিবিদ্ধ হয়ে মৃত ৪, গুলিচালনার অভিযোগ আধাসামরিক বাহিনীর বিরুদ্ধে

    কোচবিহারের শীতলকুচিতে গুলিবিদ্ধ হয়ে মৃত ৪, গুলিচালনার অভিযোগ আধাসামরিক বাহিনীর বিরুদ্ধে

    কোচবিহারে ভোট হিংসার বলি ৫। কার্যত রক্তবন্যা কোচবিহারে। শনিবার সকালে কোচবিহারের শীতলকুচির পাঠানটুলিতে গুলিবিদ্ধ হয়েছিল এক তরুণের। তার রেশ না কাটতেই শীতলকুচি বিধানসভার মাথাভাঙার জোরপাটকিতে ১২৬ নম্বর বুথের সামনে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় চারজনের। গোটা ঘটনায় ব্যাপক উত্তেজনা এলাকায়।বাসিন্দাদের অভিযোগ, বুথের সামনে কয়েকটি কমবয়সি ছেলে দাঁড়িয়েছিল। তাদেরকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে কেন্দ্রীয় বাহিনী। তাদেরকে মারধর করা হয় বলেও অভিযোগ। এরপর এনিয়ে গ্রামবাসীদের সঙ্গে বাহিনীর বচসা বেধে যায়। এলাকায় উত্তেজনা ছড়ায় ক্রমশ। মৃতের পরিজনদের দাবি এরপরই গুলি চালায় আধা সামরিক বাহিনী। সেই গুলিতেই মৃত্যু হয়েছে চারজনের। তবে এনিয়ে বাহিনীর তরফে বা প্রশাসনের তরফে কিছু জানানো হয়নি। গোটা ঘটনায়  বিজেপি ও তৃণমূলের মধ্যে রাজনৈতিক চাপানউতোর তুঙ্গে।

    শুক্রবারই কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে মুখ খুলেছিলেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী। মহিলাদের নিয়ে কার্যত প্রতিরোধ গড়ে তোলারও ডাক দিয়েছিলেন তিনি। কেন্দ্রীয় বাহিনীর পোশাক পরে বিজেপি গ্রামে গ্রামে ঘুরছে বলেও দাবি করেছিলেন মন্ত্রী। এনিয়ে তাঁর বিরুদ্ধে এফআইআরও করেছিল বিজেপি। শনিবার সেই কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধেই গুলি চালনার অভিযোগ উঠল শীতলকুচির মাথাভাঙায়। সেই অভিযোগে সরব তৃণমূল। স্থানীয় সূত্রে খবর এদিন সকাল থেকেই এলাকায় দফায় দফায় উত্তেজনা ছড়ায়। কেন্দ্রীয় বাহিনীর সঙ্গেও নানা ইস্যুতে বচসায় জড়িয়ে পড়েন স্থানীয় বাসিন্দাদের একাংশ। সেই বচসা থেকেই ছড়ায় উত্তেজনা। এরপরই আধাসামরিক বাহিনী গুলি চালায় বলে অভিযোগ। এমনটাই অভিযোগ তুলেছেন মৃতের পরিজনরা।গুলিতে মৃত্যু হয় চারজনের। জখম হয়েছে আরও তিনজন। তাদেরকে মাথাভাঙা মহকুমা হাসপাতালে মৃত্যু হয়েছে। এদিকে মৃত যুবকরা তাদের কর্মী বলে দাবি করেছে তৃণমূল। এনিয়ে এলাকায় বিক্ষোভ দেখায় তৃণমূল নেতৃত্ব। দফায় দফায় উত্তেজনা ছড়ায় এলাকায়। এলাকার একাধিক বুথে ভোট গ্রহণও কিছুক্ষণের জন্য বন্ধ ছিল। উত্তেজনা ঠেকাতে এলাকায় শুরু হয়েছে কমব্যাট ফোর্সের টহলদারি। গোটা ঘটনায় রিপোর্ট তলব করেছে কমিশন।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments