More
    Homeখবরআইএসএল জিতে শহরে ফিরল এটিকে মোহনবাগান

    আইএসএল জিতে শহরে ফিরল এটিকে মোহনবাগান

    Today Kolkata:-   আইএসএল জিতে শহরে ফিরল এটিকে মোহনবাগান। বৃষ্টিস্নাত কলকাতায় বাইকে চড়ে ক্লাবের নামে জয়ধ্বনি দিতে দিতে তাঁদের অনেকেই টিম বাসের সঙ্গী হন। আরপিএসজি অফিসে ট্রফি প্রদর্শন করেন চ্যাম্পিয়নরা। কাল মোহনবাগান ক্লাবে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আইএসএল ফাইনাল দেখতে গোয়ায় গিয়েছিলেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। আজ এটিকে মোহনবাগান কর্তাদের সঙ্গে তিনিও একই বিমানে কলকাতায় ফেরেন।

     

    জানা গিয়েছে, কাল সবুজ-মেরুন তাঁবুতে হবে আইএসএল চ্যাম্পিয়ন হওয়ার জমজমাট সেলিব্রেশন। উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্য সরকারের তরফে কোনও বড় ঘোষণাও মুখ্যমন্ত্রী করতে পারেন বলে জানা যাচ্ছে। মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে মোহনবাগান সচিব দেবাশিস দত্তের। কাল সবুজ মেরুন চ্যাম্পিয়ন হওয়ার পর থেকেই আতসবাজি, আবির সহযোগে আনন্দ-উচ্ছ্বাসে মাতেন সমর্থকরা।

     

    আইএসএল চ্যাম্পিয়ন হলে ট্রফি দেখাতে বলেছিলেন মুখ্যমন্ত্রী। তাঁকে ক্লাবে আমন্ত্রণ জানান দেবাশিস দত্ত। কাল নবান্নে যাওয়ার আগে মমতা বন্দ্যোপাধ্যায় মোহনবাগান তাঁবুতে যাবেন। ট্রফি-সহ সেখানে কোচ, ফুটবলারদের উপস্থিত থাকার কথা রয়েছে। ইতিমধ্যেই আগামী মরশুম থেকে মোহনবাগান সুপার জায়ান্টস নামে দল মাঠে নামবে বলে ঘোষণা করেন কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা।

    Sujay Bhadra “কারোও কাছ থেকে কোন টাকা পয়সা নেননি” – তাপস – কুন্তলের অভিযোগ খারিজ কালীঘাটের কাকুর সুজয় ভদ্রর।

    মোহনবাগান সমর্থকরা দীর্ঘদিন ধরেই দাবি জানিয়ে আসছিলেন মোহনবাগানের আগে থেকে এটিকে সরানোর জন্য। রিমুভ এটিকে আন্দোলন শুরু হয়েছিল। সেই দাবি সঞ্জীব গোয়েঙ্কা মেনে নেওয়ায় স্বস্তি পেল বাগানের কর্মসমিতি। কেন না, এটিকে মোহনবাগান নামটি মানতে না পেরে সমর্থকদের রোষের মুখে পড়েছিলেন কর্মসমিতির সদস্যরা। আজ বিমানবন্দরে আইএসএল চ্যাম্পিয়ন দলকে স্বাগত জানাতে সমর্থকদের উন্মাদনা ছিল চোখে পড়ার মতো। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ক্লাবের তরফে শেয়ার করা হয়।

     

    সমর্থকদের আনন্দ-উচ্ছ্বাসকে দমাতে পারেনি অঝোর ধারার বৃষ্টি। আরপিএসজির দফতরে ট্রফি হাতে হাজির হন হেড কোচ হুয়ান ফেরান্দো, অধিনায়ক প্রীতম কোটাল-সহ ফুটবলাররা। ফুটবলারদের আত্মত্যাগের কথা এদিনও উঠে এসেছে ফেরান্দোর কথায়। স্বাভাবিকভাবেই ট্রফি জয়ে সন্তুষ্ট তিনি। কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা এদিন বলেন, মোহনবাগানের সঙ্গে তাঁর কোনও বিবাদ নেই। ক্লাবের নাম পরিবর্তনের কথা অনেক আগেই ঠিক করে রেখেছিলেন। অপেক্ষা করছিলেন উপযুক্ত মুহূর্তের জন্য।  আইএসএল জিতে

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments