More
    HomeখবরSujay Bhadra “কারোও কাছ থেকে কোন টাকা পয়সা নেননি” – তাপস –...

    Sujay Bhadra “কারোও কাছ থেকে কোন টাকা পয়সা নেননি” – তাপস – কুন্তলের অভিযোগ খারিজ কালীঘাটের কাকুর সুজয় ভদ্রর।

    Today Kolkata:- তাপস মণ্ডল, কুন্তল ঘোষ, গোপাল দলপতি – প্রত্যেকেই কালীঘাটের কাকুর কথা উল্লেখ করেছিলেন। এই কালীঘাটের কাকু আদতে বেহালার বাসিন্দা। তার মোট ছটি কোম্পানি রয়েছে। তার মধ্যে যেমন’সলিটায়ার প্লেসমেন্ট সার্ভিস প্রাইভেট লিমিটেড’। কাকু নিজেই ডিরেক্টর ছিলেন। যেটি এখন বন্ধ রয়েছে।

    তাপস মণ্ডল, গোপাল দলপতি, কুন্তলরা (Kuntal Ghosh) প্রত্যেকেই নিয়োগ দুর্নীতিতে এক একজন চাকরি প্রার্থীর কাছ থেকে ১০ লক্ষ ১৫ লক্ষ করে টাকা তুলেছিল। সেই টাকার বেশিরভাগ পৌঁছে দিয়েছিল কালীঘাটের কাকুর কাছে বলে ওদের দাবি। কালীঘাটের কাকু অর্থাৎ সুজয় ভদ্র (Sujay Bhadra) সিবিআইয়ের ডাকে নিজাম প্যালেসে গিয়েছিলেন। তিনি ঢোকার সময় জানিয়েছিলেন তাকে কী জন্য ডেকেছে, তিনি জানেন না। বেরোনোর সময় জানান কোন কিছু বলতে মানা আছে তার। অর্থাৎ তিনি মুখে কুলুপ আঁটেন। কুন্তল ,তাপস ,গোপাল এদের প্রত্যেককেই তিনি চেনেন। সেটা তিনি স্বীকার করেন এবং রাজনৈতিকভাবে তাদের সঙ্গে পরিচয় বলে জানান তিনি। কারোও কাছ থেকে কোন টাকা পয়সা নেননি বলে তিনি দাবি করেন। সঙ্গে বলেন,সিবিআইকে তিনি তদন্তের সহযোগিতা করছেন।

    Sujay Bhadra “কারোও কাছ থেকে কোন টাকা পয়সা নেননি” – তাপস – কুন্তলের অভিযোগ খারিজ কালীঘাটের কাকুর সুজয় ভদ্রর।

    MORE NEWS – আবারও বাড়ছে করোনা ভাইরাসের সংক্রমণ, কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের কপালে চিন্তার ভাঁজ। ভারতের দৈনিক করোনা (Covid-19) সংক্রমণের সংখ্যা চার মাস পরে আবার সাতশো পার করল। সরকারি হিসাবে বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত দেশে ৭৫৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এমনকি , কর্নাটকে মৃত্যুও হয়েছে এক করোনা আক্রান্ত রোগীর। বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের (Union Healh Department) হিসাব দেখে বোঝা যাচ্ছে আপাতত দেশের করোনার সংক্রমণ ঊর্ধ্বমুখী। CONTINUE READING

    MORE NEWS – কলকাতা ও সংলগ্ন জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি , উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গে আবহাওয়ার অবনতি।

    ১৮ এবং ১৯ মার্চ, শনি ও রবিবার দক্ষিণবঙ্গে (South Bengal) বৃষ্টির পরিমাণ ও ঝড়ের গতিবেগ দুই বাড়বে। আজ কলকাতা ও সংলগ্ন জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ ঝড়-বৃষ্টি শুরু হবে কিছুক্ষনেই, এমনই পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি ও দমকা ঝড়ো হাওয়ার দাপট চলতে পারে মঙ্গলবার পর্যন্ত। উত্তরবঙ্গের (North Bengal) মালদহ এবং দুই দিনাজপুরে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি সঙ্গে দমকা ঝোড়ো হওয়া বইবে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি ও ঝোড়ো হাওয়া থাকবে উপরের দিকের পাঁচ জেলায় আগামী রবিবার পর্যন্ত। CONTINUE READING

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments