More
    Homeখবরআগামীকাল খুশির ঈদ।

    আগামীকাল খুশির ঈদ।

    মালদা:- আগামীকাল খুশির ঈদ আর এই ঈদ উপলক্ষে সোমবার সকাল থেকেই গয়েশবাড়ি গ্রাম পঞ্চায়েতের নিকাশি নালা পরিষ্কার, রাস্তার জঞ্জাল সাফাই করা এবং সমস্ত এলাকায় মশাবাহিত রোগ নিধনের ক্ষেত্রে ব্লিচিং পাউডার ছিটানোর কর্মসূচি গ্রহণ করা হয়। এই কর্মসূচিতে উপস্থিত হয়েছিলেন সংশ্লিষ্ট পঞ্চায়েত প্রধান রেমিকা বিবি, উপপ্রধান কুরবান শেখ, গয়েশবাড়ি গ্রাম পঞ্চায়েত অঞ্চলের চেয়ারম্যান মিরাজুল বসনি সহ অন্যান্য পঞ্চায়েত কর্তৃপক্ষ। মঙ্গলবার কালিয়াচক ১ ব্লকের গয়েশবাড়ি গ্রাম পঞ্চায়েতের পালিত হবে ঈদ উৎসব। তার আগেই গোটা এলাকা পরিচ্ছন্নতার ক্ষেত্রে প্রয়োজনীয় এই কর্মসূচি গ্রহণ করেছে তৃণমূল পরিচালিত সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েত কর্তৃপক্ষ।

    আগামীকাল খুশির ঈদ।

    MORE NEWS – বেকারদের কর্মসংস্থান সহ একাধিক দাবিতে জলপাইগুড়ি শহরে মিছিল যুব সংগঠন এআইডিওয়াই।

    জলপাইগুড়ি:- বেকারদের কর্মসংস্থান সহ একাধিক দাবিতে জলপাইগুড়ি শহরে মিছিল যুব সংগঠন এআইডিওয়াই ও’র। মিছিলটি রবিবার শহরের জেলা কার্যালয় থেকে বের হয়ে বিভিন্ন জায়গা পরিক্রমা করে। সংগঠনের রাজ্য সভাপতি অঞ্জন মুখার্জি বলেন, সারা দেশে বেকারত্ব বাড়ছে, বিগত ৪৫ বছরের নিরিখে এর সংখ্যা সর্বোচ্চ। গত দু’বছর করোনার কারণে দেশে প্রায় ১৭ কোটি মানুষ কর্মচ্যুত হয়েছেন বলে দাবি তার। সরকারি শূন্যপদ বাড়ছে। কিন্তু সে সমস্ত ক্ষেত্রে নিয়োগ করা হচ্ছে না বলে অভিযোগ। ভোটের আগে মন্ত্রীরা কর্মসংস্থানের কথা বললেও নির্বাচন শেষ হতেই প্রতিশ্রুতি কেউ রক্ষা করছেন না। এর বিরুদ্ধেই তাদের এই মিছিল বলে জানান তিনি। পাশাপাশি যুবশ্রী প্রকল্পে প্রতিশ্রুতি পালন করার দাবি তোলা হয়। CONTINUE READING

    MORE NEWS – কর্তব্যরত ট্রাফিক পুলিশের গায়ে হাত, আটক সিআইএসএফ জওয়ান।

    নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুর:- রবিবার ছুটির দিন হওয়ায় তেমন একটা চাপ থাকে না ট্রাফিকের। রবিবার সকাল দশটা নাগাদ মেদিনীপুর শহরে কর্তব্যরত এক ট্রাফিক পুলিশের গায়ে হাত তোলার অভিযোগ উঠল সিআইএসএফ জওয়ান-এর বিরুদ্ধে। ইতিমধ্যেই উক্ত যুবককে আটক করেছে কতোয়লী থানা। জানা গিয়েছে মেদিনীপুর শহরের বিডিও অফিসের দিকে যাচ্ছিলেন ওই যুবক। রাস্তায় দাঁড়িয়ে ট্রাফিক পুলিশ ওই সিআইএসএফ জওয়ানকে দাঁড় করান। কর্তব্যরত ট্রাফিক পুলিশ তার কাছে কাগজপত্র দেখতে চাইলে তিনি কাগজপত্র দেখান। অবশেষে ট্রাফিক পুলিশ মোটর বাইকের চাবি নিতে গেলে তিনি ক্ষিপ্ত হয়ে ওঠেন। তারপর মারধর করেন বলে অভিযোগ করেন কর্তব্যরত ট্রাফিক পুলিশ। CONTINUE READING

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments