More
    Homeজাতীয়আগামী রবিবার বাতিল হাওড়া ডিভিশনের এই ট্রেনগুলি , দেখে নিন তালিকা

    আগামী রবিবার বাতিল হাওড়া ডিভিশনের এই ট্রেনগুলি , দেখে নিন তালিকা

    পূর্ব রেলওয়ে সদর দপ্তর থেকে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে রবিবার বেশকিছু হাওড়া ডিভিশনের ট্রেনগুলি বাতিল করার জন্য। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে রবিবার (০৯.০১.২০২২) বীরভূমের নলহাটিতে ওভার ব্রিজ নির্মাণের কাজ চলার জন্য হাওড়া ডিভিশনের বেশকিছু আপ এবং ডাউন লাইনে বিদ্যুত্‍ সরবরাহ বন্ধ থাকবে টানা ৬ ঘন্টার জন্য (১০.৫০-৪.৫০)।

    এছাড়াও স্বাধীনপুর এবং নলহাটি রেলস্টেশনের মাঝে কাজ চলায় সেখানেও বিদ্যুত্‍ সরবরাহ বন্ধ থাকবে । তার পাশাপাশি বিদ্যুত্‍ সরবরাহ বন্ধ থাকবে নলহাটি এবং চাতরা স্টেশনে প্রায় ৮ ঘন্টার জন্য (১১.০০-৭.০০)। যার ফলে হাওড়া ডিভিশনের একাধিক ট্রেন বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেলওয়ে। এছাড়াও কিছু ট্রেনের গতিপথের পরিবর্তন করে চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

    বাতিল ট্রেন গুলি হল:

    ১) ১৩০৫৩ হাওড়া -রাধিকাপুর কুলিক এক্সপ্রেস।

    ২) ১৩০৫৪ রাধিকাপুর-হাওড়া কুলিক এক্সপ্রেস।

    ৩) ০৩৫৮৯ বর্ধমান -রামপুরহাট প্যাসেঞ্জার।

    ৪) ০৩৫৯০ রামপুরহাট-বর্ধমান প্যাসেঞ্জার।

    ৫) রামপুরহাট থেকে তিনপাহাড় প্যাসেঞ্জার স্পেশাল।

    ৬) তিনপাহাড় থেকে রামপুরহাট প্যাসেঞ্জার স্পেশাল।

    গতিপথ পরিবর্তিত ট্রেন গুলি হল:

    ১) ০৩০৬৭ আপ ট্রেন টি আজিমগঞ্জ এর পরিবর্তে রামপুরহাট পর্যন্ত চলবে।

    ২)০৩০৬৫ আপ ট্রেন টি রামপুরহাট এর পরিবর্তে নলহাটি পর্যন্ত চলবে।

    ৩)০৩০৭০ ডাউন ট্রেন টি রামপুরহাট এর পরিবর্তে নলহাটি পর্যন্ত চলবে।

    ৪)১২৫০৯ বেঙ্গালুরু- গুয়াহাটি সুপারফাস্ট স্পেশাল ট্রেনটিকে চালানো হবে হাওড়া, ব্যান্ডেল, কাটোয়া ,আজিমগঞ্জ এবং নিউ ফারাক্কা হয়ে।

    ৫)১৩১৭৪ আগরতলা শিয়ালদা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ট্রেনটিকে চালানো হবে নিউ ফারাক্কা স্টেশন থেকে আজিমগঞ্জ ,কাটোয়া ,ব্যান্ডেল এবং নৈহাটি হয়ে।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments