More
    Homeজাতীয়আজ থেকে শুরু রেজিস্ট্রেশন, করোনা টিকা নিতে হলে কোউইন অ্যাপে নাম নথিভুক্তকরণ...

    আজ থেকে শুরু রেজিস্ট্রেশন, করোনা টিকা নিতে হলে কোউইন অ্যাপে নাম নথিভুক্তকরণ বাধ্যতামূলক

    ১৮ থেকে ৪৫ বছর বয়সিদের করোনা টিকা নিতে হলে কোউইন অ্যাপে নাম নথিভুক্তকরণ বাধ্যতামূলক। আগের মতো সরাসরি টিকাকেন্দ্রে গিয়ে নাম নথিভুক্ত করে নেওয়া যাবে না ভ্যাকসিন। এই আবহে আজ বিকেল থেকে শুরু কোভিড টিকার রেজিস্ট্রেশন। ইতিমধ্যেই দেশে টিকা পেয়েছে ১৪ কোটি ৭৮ লক্ষ ২৭ হাজার ৩৬৭ জন। এই পরিস্থিতিতে ১ মে থেকে সার্বিক টিকাকরণ প্রক্রিয়া শুরু হতে চলেছে। তৃতীয় দফায় টিকাকরণ কেন্দ্রগুলির বাইরে প্রচুর মানুষের ভিড় হতে পারে বলে আশঙ্কা। এই আবহে যাঁদের বয়স ১৮ বছর থেকে ৪৪ বছরের মধ্যে, তাঁদের অবশ্যই টিকা নিতে যাওয়ার আগে থেকে অনলাইনে নিজেদের নাম নথিভুক্ত করাতে হবে। একনজরে দেখুন কীভাবে রেজিস্ট্রেশন করবেন :

    1

    প্রথমে কো-উইন ওয়েবসাইটে প্রবেশ করুন।

    2

    রেজিস্টার/সাইন-ইন অপশনে ক্লিক করুন।

    3

    নিজের মোবাইল নম্বর দিন। সেই নম্বরে একটি ওটিপি আসবে।

    4

    সেই ওটিপি ওই সাইটে দিয়ে মোবাইল নম্বর ভেরিফিকেশন করতে হবে।

    5

    নিজের জন্মদিন, লিঙ্গ, এবং কোনও একটি সরকারি পরিচয় পত্রের নম্বর আপলোড করতে হবে।

    6

    রেজিস্ট্রেশনের পর অ্য়াপোয়েনমেন্ট নিতে হবে। কোথায় আপনি টিকা নিতে চান সেটা জানান এখানে।

    7

    আপনার বাসস্থানের পিনকোড দিতে হবে। সেখান থেকে আপনার কাছে কাছের কয়েকটি সেন্টারের নাম ঠিকানা আসবে।

    8

    সবশেষে কনফার্ম করলেই বুকিং হবে

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments