More
    Homeখবরআত্মীয়-স্বজন এলো না মৃত্যুর পর হিন্দু বন্ধুর সৎকার করে কাছা নিল মুসলিম...

    আত্মীয়-স্বজন এলো না মৃত্যুর পর হিন্দু বন্ধুর সৎকার করে কাছা নিল মুসলিম বন্ধু

    Today Kolkata:-  আত্মীয়-স্বজন এলো না মৃত্যুর পর হিন্দু বন্ধুর সৎকার করে কাছা নিল মুসলিম বন্ধু। রীতি মেনেই হিন্দু বন্ধুর শেষকৃত্য করলেন মুসলিম বন্ধু। এমনই সম্প্রীতির নজির গড়লেন ডায়মন্ড হারবার পুরসভার ১৩ নং ওয়ার্ডের বাসীন্দা রেজাউল করিম মল্লিক।

     

    জানা যায়, ডায়মন্ড হারবার পুরসভার ১৪ নং ওয়ার্ডের বাসীন্দা তিলক রায় শারীরিক অসুস্থতায় মৃত্যু হয় রবিবার রাতে ডায়মন্ড হারবার হাসপাতালে। মৃত তিলক রায়ের পরিবারের কোন সদস্য না আশায় তাঁর শেষকৃত্য করতে এগিয়ে আসেন তারই মুসলিম বন্ধু রেজাউল করিম মল্লিক। ধর্মীয় রীতিনীতি মেনে বন্ধু তিলক রায়ের শেষকৃত্য সম্পন্ন করেন রেজাউল।

    আরও পড়ুন – দেব-বনি-সোহম থেকে মিমি-প্রিয়াঙ্কা-সায়নী! প্রমাণ মিলছে শান্তনুর ঘনিষ্ঠ যোগাযোগের সপক্ষে

    শেষকৃত্য সম্পন্ন হওয়ার পর রেজাউল বলেন, তিলকের বাবা বিদ্যুৎ দপ্তরে কাজ করতেন ও তার মা স্থানীয় স্কুলের শিক্ষিকা ছিলেন। তাদের একমাত্র সন্তান তিলক বাবা মা মৃত্যুর পর তিলক ডায়মন্ডহারবার পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ডেই থাকতেন। বিয়ে-শাদী ও করেনি , দূর সম্পর্কের একাধিক আত্মীয় থাকলেও মৃত্যু সংবাদ পেয়েও আসেননি তারা।

     

    অসুস্থ হতে রেজাউল তাকে ভর্তি করেছিল ডায়মন্ড হারবার হাসপাতালে , রবিবার রাতে ডায়মন্ড হারবার জেলা হাসপাতালে তার মৃত্যু হয় বেশ কিছুক্ষণ থাকার পরেও কোন পরিবারের লোকজন গেল না নিরুপায় হয়ে, এই খবর পাওয়ার পর পাড়ার ছেলেদেরকে নিয়ে হাসপাতালে যান রেজাউল। এরপরেই তিলক রায়ের মৃতদেহ নিয়ে শ্মশানে যান।সেখানেই হিন্দু রীতি মেনেই বন্ধুর শেষকৃত্য সম্পন্ন করেন মুসলিম যুবক রেজাউল করিম। ডায়মন্ড হারবার পৌরসভার অন্তর্গত এই যুবক এক সম্প্রীতির বার্তা দিত যা আগামী দিনের উজ্জ্বল নিদর্শন হয়ে থাকবে।

     

    উল্লেখ্য, আত্মীয়-স্বজন এলো না মৃত্যুর পর হিন্দু বন্ধুর সৎকার করে কাছা নিল মুসলিম বন্ধু। রীতি মেনেই হিন্দু বন্ধুর শেষকৃত্য করলেন মুসলিম বন্ধু। এমনই সম্প্রীতির নজির গড়লেন ডায়মন্ড হারবার পুরসভার ১৩ নং ওয়ার্ডের বাসীন্দা রেজাউল করিম মল্লিক। জানা যায়, ডায়মন্ড হারবার পুরসভার ১৪ নং ওয়ার্ডের বাসীন্দা তিলক রায় শারীরিক অসুস্থতায় মৃত্যু হয় রবিবার রাতে ডায়মন্ড হারবার হাসপাতালে। মৃত তিলক রায়ের পরিবারের কোন সদস্য না আশায় তাঁর শেষকৃত্য করতে এগিয়ে আসেন তারই মুসলিম বন্ধু রেজাউল করিম মল্লিক। ধর্মীয় রীতিনীতি মেনে বন্ধু তিলক রায়ের শেষকৃত্য সম্পন্ন করেন রেজাউল।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments