More
    Homeখবরআদিবাসীদের সাঁওতালি ভাষার প্রতিষ্ঠাতা পন্ডিত রঘুনাথ মুর্মুকে শ্রদ্ধাঞ্জলি।

    আদিবাসীদের সাঁওতালি ভাষার প্রতিষ্ঠাতা পন্ডিত রঘুনাথ মুর্মুকে শ্রদ্ধাঞ্জলি।

    মালদা, ৫ মে:-  আদিবাসীদের সাঁওতালি ভাষার প্রতিষ্ঠাতা পন্ডিত রঘুনাথ মুর্মুকে শ্রদ্ধাঞ্জলি জানালো আদিবাসী সাঁওতাল সিঙ্গেল অভিযান কমিটির সদস্যরা। বৃহস্পতিবার দুপুরে গাজোল ব্লকের বিদ্রোহী মোড় এলাকায় পন্ডিত রঘুনাথ মুর্মুর ছবিতে মাল্যদান করে তাকে শ্রদ্ধা জানান আদিবাসীদের ওই সংগঠনের সদস্যরা । উপস্থিত ছিলেন আদিবাসী সিঙ্গেল অভিযানের জেলা সভাপতি মোহন হাঁসদা সহ অন্যান্যরা। ১৯০৫ সালে আদিবাসীদের অলচিকি ভাষার প্রতিষ্ঠাতা রঘুনাথ মুর্মুর শ্রদ্ধা জ্ঞাপন জানানো হয়।

    আদিবাসীদের সাঁওতালি ভাষার প্রতিষ্ঠাতা পন্ডিত রঘুনাথ মুর্মুকে শ্রদ্ধাঞ্জলি।

    MORE NEWS – মালদহে হবিবপুর থানার অন্তর্গত তিলাসন এলাকার ব্রাহ্মণ পাড়ায় ডাকাতি।

    মালদাঃ- মালদহে হবিবপুর থানার অন্তর্গত তিলাসন এলাকার ব্রাহ্মণ পাড়ায় ডাকাতি। এই ঘটনাকে ঘিরে গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে, বুধবার গভীর রাতে চারজনের এক ডাকাত দল অমল পান্ডে, ব্যক্তির বাড়িতে ঢুকে গলায় হাসুয়া ধরে টাকা সহ সোনার গহনা লুট করে বলে অভিযোগ। ওই ব্যাক্তি অনুমান বাড়ির প্রাচীর টপকে সিড়ি দিয়ে বাড়ির ভিতরে প্রথমে একজন প্রবেশ করে পরে বাড়ির মেন গেট খুলে তিনজন ঢোকে ঘরে ঢুকেই ওই ব্যক্তির গলায় হাসুয়া ধরে বলতে থাকে ঘরের টাকাপয়সা সহ কি আছে দিতে ওই ব্যক্তি ভয় পেয়ে ঠায় দাঁড়িয়ে থাকে ইতিমধ্যে ঘরের বিছানার সহ যাবতীয় জিনিস উলটপালট করে প্রথমে সেই ঘরে থাকা টাকাপয়সা লুট করে। পরে তার স্ত্রী চন্দনা পান্ডে পাশের ঘরে ঘুমিয়ে থাকলে ওই ব্যক্তির গলায় হাসুয়া ধরে তার স্ত্রীকে ডাকতে বলে ডাকতেই তার স্ত্রী গলা হাসপাতাল এবং ঘরের লকারে চাবি চেয়ে বসে, CONTINUE READING

    MORE NEWS – মালদহে হবিবপুর থানার অন্তর্গত তিলাসন এলাকার ব্রাহ্মণ পাড়ায় ডাকাতি।

    Today Kolkata:- নিয়ন্ত্রন হারিয়ে গাছে ধাক্কা মরলো মোটর বাইক, ঘটনাস্থলেই মৃত্যু এক বাইক আরোহী, গুরতর আহত আরো এক। দুই বাইক আরোহী নাম সৌমেন পাখিরা ও রাজা সাহা আজ দুপুর নাগাদ ঘাটাল আরামবাগ রাজ্য সড়কের খড়ার পৌরসভার এলাকা র পালপুরে এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে। জানাযায় একটি বাইকে করে হেলমেট বিহীন দুই বাইক আরোহী রাজ্য সড়ক দিয়ে দ্রুত বেগে মোটর বাইক নিয়ে যাবার সময়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে একটি গাছে ধাক্কা মারলে ঘটনাস্থলেই মৃত্যু হয় সৌমেন পাখিরা নামএর যুবককের। আশঙ্কাজনক অবস্থায় তাদের কে নিয়ে যাওয়া হয়, CONTINUE READING

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments