More
    Homeখবরসালারে পথদুর্ঘটনায় মৃত 2 আহত 1।

    সালারে পথদুর্ঘটনায় মৃত 2 আহত 1।

    Today Kolkata:- মুর্শিদাবাদ জেলার কান্দি মহকুমার ভরতপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত সালার থানার সালিন্দা এলাকায় বৃহস্পতিবারের দিন বিকেলে মোটরবাইক ও ছোট গাড়ির মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল 2 জনের এবং আহত হলেন আরো 1 জন। স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গিয়েছে এদিন বিকেলে একটি মোটর বাইকে করে সাহেদ শেখ, ধুলু শেখ ও কায়েদ শেখ নামের তিন ব্যক্তি যাচ্ছিল তখনি সালিন্দা এলাকায় অপর দিক থেকে আসা একটি ছোট গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় তাদের মোটরবাইকের। সংঘর্ষের ফলে সাহেদ শেখ নামের 26 বছর বয়সী ব্যক্তি ও ধুলু শেখ 27 বছর বয়সী ব্যাক্তির মৃত্যু হল এবং গুরুতর জখম হলেন 24 বছর বয়সী কায়েদ শেখ। সালারে পথদুর্ঘটনায়,সালারে পথদুর্ঘটনায়

    স্থানীয় বাসিন্দারা তড়িঘড়ি তিনজনকে উদ্ধার করে কান্দি মহাকুমা হাসপাতালে পাঠায় চিকিৎসার জন্য। প্রত্যেকের বাড়ি ভরতপুর থানার সিজগ্রামে বলে জানা গিয়েছে। কান্দি মহকুমা হাসপাতালে তিনজনকে নিয়ে এলে সাহেদ শেখকে মৃত বলে ঘোষণা করে এবং ধূলু শেখের অবস্থা আশঙ্কাজনক থাকায় তাকে বহরমপুরের মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তর করলে সেখানে নিয়ে যাওয়ার পথেই তার মৃত্যু হয়, অন্যদিকে কায়েদ শেখকে চিকিৎসার জন্য কান্দি মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। মৃত সাহেদ শেখ ও ধুলু শেখের দেহ পুলিশ উদ্ধার করে মর্গে পাঠায় ময়নাতদন্তের জন্য। ঘটনার জেরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় সালিন্দা এলাকায়।

    সালারে পথদুর্ঘটনায় মৃত 2 আহত 1।

    MORE NEWS – মালদহে হবিবপুর থানার অন্তর্গত তিলাসন এলাকার ব্রাহ্মণ পাড়ায় ডাকাতি।

    মালদাঃ- মালদহে হবিবপুর থানার অন্তর্গত তিলাসন এলাকার ব্রাহ্মণ পাড়ায় ডাকাতি। এই ঘটনাকে ঘিরে গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে, বুধবার গভীর রাতে চারজনের এক ডাকাত দল অমল পান্ডে, ব্যক্তির বাড়িতে ঢুকে গলায় হাসুয়া ধরে টাকা সহ সোনার গহনা লুট করে বলে অভিযোগ। ওই ব্যাক্তি অনুমান বাড়ির প্রাচীর টপকে সিড়ি দিয়ে বাড়ির ভিতরে প্রথমে একজন প্রবেশ করে পরে বাড়ির মেন গেট খুলে তিনজন ঢোকে ঘরে ঢুকেই ওই ব্যক্তির গলায় হাসুয়া ধরে বলতে থাকে ঘরের টাকাপয়সা সহ কি আছে দিতে ওই ব্যক্তি ভয় পেয়ে ঠায় দাঁড়িয়ে থাকে ইতিমধ্যে ঘরের বিছানার সহ যাবতীয় জিনিস উলটপালট করে প্রথমে সেই ঘরে থাকা টাকাপয়সা লুট করে। CONTINUE READING

    অলচিকি লিপির শ্রষ্টা পন্ডিৎ রঘুনাথ মুরমুর ১১৮ তম জন্মজয়ন্তী উদযাপন করল পথ মিছিলের মাধ্যমে।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments