More
    Homeরাজনৈতিকআমডাঙায় আইএসএফ সমর্থকদের ভোট দিতে বাধা, অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

    আমডাঙায় আইএসএফ সমর্থকদের ভোট দিতে বাধা, অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

    আইএসএফ সমর্থকদের ভোট দিতে বাধা দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনা আমডাঙা বিধানসভা কেন্দ্রের চড়ুইগাছি এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, উত্তর ২৪ পরগনা আমডাঙা বিধানসভা কেন্দ্র আইএসএফের শক্ত ঘাঁটি। এই কেন্দ্র থেকে সংযুক্ত মোর্চার প্রার্থী হয়েছেন জামালউদ্দিন শেখ।

    আইএফএফের অভিযোগ, ভোটের কয়েকদিন আগে থেকেই তৃণমূলের দুষ্কৃতী বাহিনী পাড়ায় পাড়ায় হুমকি দিচ্ছে। ‌ভয়ে অনেকেই গ্রামছাড়া হয়েছেন। নির্বাচন কমিশনের সক্রিয়তায় বুধবার গ্রামছাড়া আবার ঘরে ফিরে এসেছেন। ‌ বৃহস্পতিবার সকালে তাঁরা ভোট দিতে গেলে উত্তেজনা ছড়ায়। আমডাঙা চড়ুইগাছি ১০২ ও ১৩১ নম্বর বুথে আইএসএফ সর্মথকরা যখন ভোট দিতে যাচ্ছিলেন, তখন তাঁদের হুমকি দেয়া হয় বলে অভিযোগ। আইএফএফ প্রার্থী জামালউদ্দিন বলেন, ‘ভোটের আগে থেকেই তৃণমূল পাড়ায় পাড়ায় হুমকি দিচ্ছে।আজ ভোট দিতে গেলে তাঁদের বাধা দেওয়া হয়। ‌ প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে।’ যদিও তৃণমূল নেতৃত্বের অভিযোগ অস্বীকার করেছে। ‌

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments