More
    Homeখবরইউক্রেনে আটকে সবংয়ের ডাক্তারি পড়ুয়া সুশোভন, উদ্বিগ্ন পরিবার

    ইউক্রেনে আটকে সবংয়ের ডাক্তারি পড়ুয়া সুশোভন, উদ্বিগ্ন পরিবার

    Today Kolkata :- যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে আটকে সবংয়ের ডাক্তারি পড়ুয়া ডাক্তারি পড়ুয়া সুশোভন বেরা। পশ্চিম মেদিনীপুর জেলার সবংয়ের বাসিন্দা সুশোভন। বর্তমানে ঠাঁই হয়েছে ব্যাঙ্কারে। গত ২০১৯ সালে ডাক্তারি পড়তে সুশোভন পাড়ি দিয়েছিলেন ইউক্রেনে। নারায়ণ চন্দ্র বেরা ও নিভারানী বেরার একমাত্র ছেলে সুশোভন পিংলা ধনেশ্বরপুর থেকে মাধ্যমিক পড়াশোনা করে, এরপর মেদিনীপুর শহরের মোহনানন্দ উচ্চ বিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিকের পাঠ চুকিয়ে ইউক্রেনে পাড়ি দিয়েছিলো ডাক্তারি পড়তে। বর্তমানে রাশিয়া লাগাতার আক্রমন চালাচ্ছে ইউক্রেনে। সংবাদ মাধ্যমে সে খবরা খবর দেখে রীতিমত উদ্বিগ্ন হয়ে পড়েছে ওই পড়ুয়ার মা ও বাবা। ছেলে কীভাবে বাড়ী ফিরবে তা নিয়ে বেশ চিন্তিত বলে জানিয়েছেন সুশোভন এর মা ও বাবা। তাঁরা চাইছেন ছেলে ভালোভাবে ফিরে আসুক বাড়ি। ইউক্রেনে

    উল্লেখ্য, সুশোভন ইউক্রেনের (কে ওয়াই আই ভি) মেডিক্যাল ইউনিভার্সিটির তৃতীয় বর্ষের ছাত্র। গত বছরের ২০২১ সালের জুলাই মাসে বাড়ীও এসেছিল সে। ফের সেপ্টেম্বর মাসে রওনা দেয় ইউক্রেনে।তিন বছর ধরে পড়াশুনা করছে সুশোভন। পরিবার চাইছেন, দ্রুত তাদের ছেলেকে বাড়ী ফিরিয়ে নিয়ে আসুক ভারত সরকার।সরকারী সাহায্যের করুন আর্তি জানিয়েছেন পরিবার

    ইউক্রেনে আটকে সবংয়ের ডাক্তারি পড়ুয়া সুশোভন, উদ্বিগ্ন পরিবার।

    MORE NEWS – চরম উৎকন্ঠার দিন কাটছে হাওড়া বেগড়ির এক মায়ের ।

    Today Kolkata :- চরম উৎকন্ঠার দিন কাটছে হাওড়া বেগড়ির এক মায়ের। ছেলে পড়াশোনার জন্য রয়েছে ইউক্রেনে। গতকাল ইট থেকেই শুরু হয়েছে পরেরপর বোমাবর্ষণ, মর্টার সেলের বিস্ফোরণ। কয়েক বছর আগে হাওড়ার বেগড়ির বাসিন্দা রূপা পানের ছেলে সায়ন পান গেছে ইউক্রেনে। ইউক্রেনের এই অগ্নিগর্ভ পরিস্থিতিতে ছেলের চিন্তায় রীতিমতো উদ্বিগ্ন তার মা। তিনি বলেন আজ সকালে একবার সাইরেন বাজার পরেই তার ছেলেকে হোস্টেল থেকে বিশ্ববিদ্যালয়ে চলে আসতে নির্দেশ দেয় কর্তৃপক্ষ। তাদেরকে তাড়াতাড়ি চলে যেতে নির্দেশ দেয় কর্তৃপক্ষ। সেখানে পৌঁছলে তাদের বলা হয় আজকের দিনটা হোস্টেলেই থাকতে। যদি একবারের বেশি তিনবার পরপর সাইরেন বাজে তাহলে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে চলে আসতে । সেখানে যে বেসমেন্ট রয়েছে সেখানে আশ্রয় নিতে বোমার হাত থেকে বাঁচার জন্য। তার মা দাবি করেন ওই বেসমেন্ট গুলো এমনভাবেই তৈরি যে ওখানে বোমা ফাটলেও বেসমেন্টের কোনো ক্ষতি হবে না । CONTINUE READING

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments