More
    Homeজাতীয়ইন্ডিয়া গেটে বসবে নেতাজির ‘বিশাল’ মূর্তি, ট্যুইটে ঘোষণা মোদীর

    ইন্ডিয়া গেটে বসবে নেতাজির ‘বিশাল’ মূর্তি, ট্যুইটে ঘোষণা মোদীর

    এবার নেতাজি সুভাষ চন্দ্র বসুর ১২৫তম জন্মবার্ষিকী। তাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করেছিলেন, স্বাধীনতা আন্দোলনে নেতাজির অবদানকে সম্মান জানাতে ইন্ডিয়া গেটে তাঁর মূর্তি স্থাপন করা হবে। সেই সঙ্গে তিনি জানিয়েছিলেন মূর্তি প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত সেই জায়গায় নেতাজি সুভাষ চন্দ্র বসুর একটি হলোগ্রাম প্রজেক্ট করা হবে।

    ইন্ডিয়া গেটে বসবে নেতাজির ‘বিশাল’ মূর্তি, ট্যুইটে ঘোষণা মোদীর

    Read More-বর্ধমানে ভয়াবহ ব্যাঙ্ক ডাকাতি, প্রায় ৩০ লক্ষ টাকা নিয়ে চম্পট দিল দুষ্কৃতীরা

    এক টুইট বার্তায় প্রধানমন্ত্রী মোদী লেখেন, ‘সমগ্র জাতি নেতাজি সুভাষ চন্দ্র বসুর ১২৫তম জন্মবার্ষিকী উদযাপন করছে। এমন এক সময়ে আমি আনন্দের সাথে সবাইকে জানাতে চাই যে গ্র্যানাইট দিয়ে তৈরি তাঁর এক বিশাল মূর্তি ইন্ডিয়া গেটে স্থাপিত হবে। এটা হবে তাঁর প্রতি ভারতের ঋণের প্রতীক।’

    উল্লেখ্য, নেতাজিকে শ্রদ্ধা জানাতে গত বছর ২৩ জানুয়ারিকে পরাক্রম দিবস হিসেবে ঘোষণা করে মোদী সরকার৷ এবারও পরাক্রম দিবস হিসাবে পালিত হবে দিনটি৷ তাছাড়া নেতাজিকে শ্রদ্ধা জানাতে তাঁর জন্মদিবসেই শুরু হচ্ছে প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠান৷ এর আগে ২৪ জানুয়ারি থেকে শুরু হত প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠান৷

    প্রসঙ্গত, গত কয়েকদিন ধরে প্রজাতন্ত্র দিবসে ট্যাবলো ইস্যুতে কেন্দ্রকে বারংবার তোপ দেগেছে পশ্চিমবঙ্গ সরকার। কেন্দ্রের বিরুদ্ধে নেতাজিকে অসম্মান করার অভিযোগে সরব হয়েছে তৃণমূল কংগ্রেস। এই আবহে প্রধানমন্ত্রী মোদীর এই আচমকা ঘোষণায় ট্যাবলো বিতর্কে জল ঢালল বলেই মত বিশ্লেষকদের একাংশের।

     

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments