More
    Homeজাতীয়উদ্বেগ বাড়িয়ে দেশের আরও তিন রাজ্যে খোঁজ মিলল করোনার ডেল্টা প্লাস প্রজাতির

    উদ্বেগ বাড়িয়ে দেশের আরও তিন রাজ্যে খোঁজ মিলল করোনার ডেল্টা প্লাস প্রজাতির

    উদ্বেগ বাড়িয়ে দেশের আরও তিন রাজ্যে খোঁজ মিলল করোনার ডেল্টা প্লাস প্রজাতির সংক্রমণের। মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র এবং কেরলে এই প্রজাতির আক্রান্তের খোঁজ মিলেছে। গত ১৬ জুন মধ্যপ্রদেশে প্রথম এই প্রজাতির সংক্রামকের খোঁজ পাওয়া গিয়েছিল। তাঁর মাত্র কয়েকদিনের মধ্যেই কেরলে ৩টি ও মহারাষ্ট্রে ২১টি ডেল্টা প্লাস প্রজাতির আক্রান্তের খোঁজ মিলেছে। নতুন এই প্রজাতির খোঁজ দেশের একাধিক রাজ্যে মেলার ফলে করোনার তৃতীয় ঢেঊ আছড়ে পড়ার আশঙ্কা আরও বাড়িয়ে দিয়েছে।ইতিমধ্যেই ব্রিটেনে করোনার ডেল্টা প্লাস প্রজাতির হদিশ মেলায় সম্পূর্ণ আনলক প্রক্রিয়া পিছিয়ে দেওয়া হয়েছে। বিশেষজ্ঞদের একাংশর ধারণা, করোনার তৃতীয় ঢেউ বয়ে আওছে করোনার নতুন এই প্রজাতি। প্রসঙ্গত গত সপ্তাহেই মহারাষ্ট্রের স্বাস্থ্য দফতরের পক্ষ থেকেও আশঙ্কা প্রকাশ করা হয়েছিল, ডেল্টা প্লাস ভ্যারিয়্যান্টের হাত ধরেই সেখানে কোভিডের তৃতীয় ঢেউ আছড়ে পড়তে পারে। এছাড়াও এই ডেল্টা প্লাস প্রজাতির কোভিডের চেনা উপসর্গ সবসময় লক্ষ্য করা যাচ্ছে না। যা নিয়ে উদ্বেগ বাড়ছে চিকিত্‍সকদের।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments