More
    Homeখবরএকশো দিন প্রকল্পে‌ ব্যাপক দুর্নীতি

    একশো দিন প্রকল্পে‌ ব্যাপক দুর্নীতি

    মালদা :-  একশো দিন প্রকল্পে‌ ব্যাপক দুর্নীতি , মৃত ব্যক্তির নামে প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা আত্মসাৎ ও জব কার্ড করিয়ে দেওয়ার নাম করে ৫০০-১০০০ টাকা দাবির অভিযোগ তুলে মঙ্গলবার হরিশ্চন্দ্রপুর-১ নং ব্লকের মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান জৈনব নেশার হাতে ছয় দফা দাবি পত্র তুলে দিলেন হরিশ্চন্দ্রপুর বাম সংগঠনের সদস্যরা ।ডেপুটেশনে যে দাবিগুলির কথা উল্লেখ করা হয়েছে সেগুলি হল , ১০০ দিনের কাজের প্রকল্পে ২০০ দিন কাজ দিতে হবে ৷ মাটি কাটার কাজে জে সি বি নয় ,  শ্রমিকদের দিয়ে কাজ করাতে হবে ৷ সমস্ত বয়স্ক ব্যক্তি ও বিধবাদের দ্রুত ভাতা প্রদান করতে হবে ।

    হরিশ্চন্দ্রপুর-১ নং ব্লকের DYFI এর সম্পাদক জানান বিধবা ভাতা ও বয়স্ক ভাতা সব পঞ্চায়েতে হয়ে থাকলেও মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতে হচ্ছে না কেন ? জব কার্ডের কাজ বন্ধ রয়েছে অথচ ৫০০ ‌টাকার বিনিময়ে দেওয়া হচ্ছে কেন ? ১০০ দিন প্রকল্পের লক্ষ লক্ষ টাকা ভুয়ো জব কার্ড দিয়ে তুলে আত্মসাৎ করছে সুপার ভাইজার ও পঞ্চায়েত সদস্যরা , সবকিছু জেনেও প্রধান কোনো ব্যবস্থা নিচ্ছে না কেন ?  তাদের দাবিগুলো না মানলে বৃহত্তর আন্দোলনে নামার হুমকি দিয়েছেন বাম সংগঠন । প্রধান জৈনব নেশা দাবিগুলি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন ৷

    বাইট:(১) জৈনব নেশা(মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েত প্রধান)
    (২)প্রবিন কুমার দাস (হরিশ্চন্দ্রপুর-১ নং ব্লকের DYFI এর সম্পাদক)

    একশো দিন প্রকল্পে‌ ব্যাপক দুর্নীতি

    MORE NEWS -আইনি সচেতনতা শিবির অনুষ্ঠিত হলো নবদ্বীপ আরসিবি সারস্বত মন্দির প্রাঙ্গণে।

    ছাত্রছাত্রীদের মধ্যে আইনি সচেতনতা বৃদ্ধি করার লক্ষ্যে এক আইনি সচেতনতা শিবির অনুষ্ঠিত হলো নবদ্বীপ আর সি বি সারস্বত মন্দির প্রাঙ্গণে । বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিজন কুমার সাহার উদ্যোগে আর সি বি সারস্বত মন্দির স্কুলের ছাত্র-ছাত্রী সহ নবদ্বীপ তারাসুন্দরী বালিকা বিদ্যালয়ের ছাত্রীদের উপস্থিতিতে রবিবার দুপুরে আর সি বি সারস্বত মন্দির স্কুলের সভা কক্ষে অনুষ্ঠিত হয় এই দিনের আইনি সচেতনতা শিবিরটি । নবদ্বীপের ভূমিপুত্র সৌম্যদীপ কুন্ডুর প্রস্তাবে ও জে আই এস ইউনিভার্সিটির “ল”সেলের সহযোগিতায় এই দিনের সচেতনতা শিবিরে উপস্থিত হয়ে ছাত্র-ছাত্রীদের স্বাভাবিক জীবনযাত্রায় আইনি অধিকার ও পরিষেবা সম্পর্কে তুলে ধরেন জে আই এস ইউনিভার্সিটির “ল”বিভাগের বিভাগীয় প্রধান ডক্টর সৌভিক চ্যাটার্জি ।CONTINUE READING

     

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments