More
    Homeবিনোদন"এভাবে ছোটবেলাটা নষ্ট করবেন না", সমালোচনার মুখে টেনিদার ট্রেলার!

    “এভাবে ছোটবেলাটা নষ্ট করবেন না”, সমালোচনার মুখে টেনিদার ট্রেলার!

     

    ফের একবার বড় পর্দায় ফিরছে টেনিদা। নারায়ণ গঙ্গোপাধ্যায়ের রচনা “ঝাউ বাংলার রহস্য” গল্প অবলম্বনে সায়ন্তন ঘোষাল পরিচালিত ছবি “টেনিদা এন্ড কোম্পানি”। চারমূর্তি ১৯৭৪ সালে মুক্তি পেয়েছিল। সেই প্রথম টেনিদার চরিত্র অভিনয় করেছিলেন চিন্ময় রায়। রবি ঘোষ সন্তোষ দত্ত সত্য বন্দ্যোপাধ্যায়ের শম্ভু ভট্টাচার্যের মতন কিংবদন্তি রাও ছিলেন এই ছবিতে।

     

     

    আসলে টেনিদা বিখ্যাত ছিলেন তার খাঁরার মতো নাকের জন্য আর বরের মাঠে গোরাদের পেটানোর জন্য। আর তার বিখ্যাত সংলাপ ছিল “ডিলা গ্রান্ডিমেথিস্টো ফিলিস ইয়াক ইয়াক।” সম্প্রতি এই ছবি ট্রেলার মুক্তি পেয়ে গিয়েছে। এই ছবিতে কাঞ্চন ছাড়াও সব্যসাচী চক্রবর্তী ঋদ্ধিমা ঘোষ গৌরব চক্রবর্তী সৌরভ সাহা ছাড়া রয়েছেন আরো অনেকেই গুরুত্বপূর্ণ ভূমিকায়। এবারে টেনিদার চরিত্রে কাঞ্চনের কাস্টিং নিয়ে নেট দুনিয়ায় বেশ জোরদার চর্চা শুরু হয়েছে।

     

    যদিও আবার অনেকেই ট্রেলার দেখে নস্টালজিয়ায় ভুগছেন সেটা লিখেছেন। অনেকের মতে অবশ্য চিন্ময় রায়ের কোন বিকল্প নেই টেনিদার চরিত্রে। সোশ্যাল মিডিয়ায় ট্রেলার মুক্তি পাবার পরে নানান মানুষ নানান ধরনের কথা বলছেন। সব মিলিয়ে কুনুর সমালোচনার মুখে পড়েছে টেনিদা।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments